ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে তিন জেলায় পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ২১ এপ্রিল ২০২০

বজ্রপাতে তিন জেলায় পাঁচজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ শরীয়তপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ এই তিন জেলায় সোমবার বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শরীয়তপুরে পল্লী বিদ্যুত জোনাল অফিসের এজিএম ও এক সহকারী প্রকৌশলী ছিলেন। এছাড়া কিশোরগঞ্জে এক কৃষক ও রাখালের মৃত্যু হয়েছে। অন্যদিকে মাদারীপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। শরীয়তপুর ॥ শরীয়তপুরে ডামুড্যা পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের এজিএম সাইফুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান পূর্ব ডামুড্যার জয়ালু গ্রামে বজ্রপাতে মারা গেছেন। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যার জয়ালু গ্রামে পল্লী বিদ্যুতের লাইনে সমস্যা থাকায় তারা তদারকির কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে তারা জয়ালু গ্রামের একটি খোলা ভবনে আশ্রয় নেয়। এ সময় প্রচ- বজ্রপাতে পল্লী বিদ্যুত সমিতির ডামুড্যা জোনাল অফিসের ওই দুই কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়। কিশোরগঞ্জ ॥ জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন ও নিকলী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার সকালে হাওড়ে ধান কেটে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে একই সময় জেলার নিকলী উপজেলার সিংপুর গড়গড়িয়া হাটি গ্রামের মৃত কিনু মিয়ার ছেলে আসাদুল্লাহ আশু (১৮) হাওড়ের মাঠে ছাগলের পাল নিয়ে যায়। পরে বাড়ি ফেরার পথিমধ্যে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে ফালানী ওরফে কহিনুর বেগম (৪০) নামের এক গৃহবধূর আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরেকজন নারী। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের অসহায় কৃষক কবির ফকিরের স্ত্রী ফালানী বৃষ্টির মাঝে বাড়ির পাসে জমিতে গরু আনতে যায়। পরে ফালানীর গায়ের ওপর একটি বজ্রপাত পরে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় একই গ্রামের সাজেদা বেগম নামের অন্য এক নারী আহত হয়।
×