ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্বর সর্দি-কাশি শ্বাসকষ্টে মৃত্যু আরও ৭

প্রকাশিত: ০৫:৫১, ২১ এপ্রিল ২০২০

জ্বর সর্দি-কাশি শ্বাসকষ্টে মৃত্যু আরও ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে দেশে আরও কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে এক নারী, নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানচালক, কুড়িগ্রামের উলিপুরে যুবক, পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার্থী, লক্ষ্মীপুরে প্রসূতি, বরিশালে যুবক ও ঝালকাঠির নলছিটিতে কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে বিভিন্ন এলাকায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এর ফলে নতুন নতুন এলাকা লকডাউন করা হচ্ছে। এতে হোম কোয়ারেন্টাইন ব্যক্তির সংখ্যা বাড়ছে। করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকার কেরানীগঞ্জে নতুন চার জনসহ ৪৬, নরসিংদীতে নতুন ৩০ জনসহ ১৩৪, গাইবান্ধায় আরও একজনসহ ১৩, চাঁদপুরে নতুন দুইজনসহ ১২, সিরাজগঞ্জের বেলকুচিতে একজন, নওগাঁয় একজন, রংপুরে দুই, খুলনায় তিন, ভৈরবে নতুন ২০জনসহ ৩৫, রাজশাহীর পুঠিয়ায় আরও একজনসহ পাঁচ, ময়মনসিংহের নান্দাইলে দুই, বরিশালে নতুন দুইজনসহ ২২, শেরপুরে তিনজনসহ ২০ ও পিরোজপুরের ভা-ারিয়ায় এক যুবক। তাদের অনেককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। আবার কেউ কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আট গ্রামের ৩০ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। জোরদার করা হয়েছে লকডাউন। নীলফামারী ও পটুয়াখালীতে লকডাউন চললেও তা মানছেন না বেশিরভাগ মানুষ। আর খাগড়াছড়িতে কোয়ারেন্টাইনে মারা যাওয়া গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন সিভিল সার্জন। এছাড়া পটুয়াখালীর বাউফলে রোগী সেজে নারায়ণগঞ্জ থেকে বাউফলে যাওয়ায় ৬ ছয়জনকে আটক করে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। রবিবার ও সোমবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। রাজশাহী ॥ রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সোয়া ২টার দিকে মারা যাওয়ার পর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। কেশরহাট পৌরসভার খড়পট্টির সুকুমার কুমারের স্ত্রী পূর্ণিমা (৩৫)। কয়েক দিন যাবত জ্বর-সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে রবিবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুঠিয়ায় আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় পঞ্চম করোনায় আক্রান্ত শনাক্ত হলো। এরমধ্যে পুঠিয়া উপজেলাতেই শনাক্ত হলো তিনজন। নাটোর ॥ বাগাতিপাড়ায় সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে সুকুুমার ম-ল (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত অনুমানিক ২ টার দিকে বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামের নিজ বাড়িতে মারা যায় সে। মৃত সুকুমার বিনয় চন্দ্র ম-লের ছেলে। মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত ছিল সুকুমার। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। হঠাৎ রাতে অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যায়। এছাড়া দীর্ঘদিন যাবততিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা। কুড়িগ্রাম ॥ উলিপুরে টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কর্মরত শ্রমিক নিজ গৃহে ফিরেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। রবিবার রাতে জ্বর, সর্দি, কাশি, ও গলাব্যথা নিয়ে শহিদুর রহমান (৪৫) হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান। নিহত ব্যক্তি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টারপাড়া (কানিপাড়া) গ্রামে তার শ^শুর কাদের বকস-এর বাড়িতে বসবাস করতেন। তিনি পাঁচপীর এলাকার মোহাম্মদ আলীর পুত্র। এ ঘটনায় মৃত ব্যক্তিসহ তার স্ত্রী ও ১২ বছরের কন্যার নমুনা সংগ্রহ করা হয়েছে। পঞ্চগড় ॥ করোনা উপসর্গ নিয়ে পঞ্চগড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে ওই শিক্ষার্থী জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিল। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে বোদা উপজেলা প্রশাসনের নির্দেশে করোনা রোগীদের মতোই সতর্কতা অবলম্বন করে তার দাফন সম্পন্ন হয়। মৃত শিক্ষার্থীর নাম- হাবিবুর রহমান রাজিব (১৬)। ওই শিক্ষার্থীর বাবা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের চিকিৎসার গাফিলতির অভিযোগ করে বলেছেন, শ্বাসকষ্ট হলেও করোনা সংক্রমণের ভয়ে অক্সিজেন দেয়নি। এমনকি লাশ নিয়ে আসার সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে হয়রানি করেছে বলেও তিনি অভিযোগ করেন। ঝালকাঠি ॥ নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে বৃষ্টি মালো নামে এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানিয়েছেন। বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বলেন, রবিবার সন্ধ্যায় ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক বেদে সম্প্রদায়ের লোক। লক্ষ্মীপুর ॥ সদর উপজেলার হাজিরপাড়ায় কামারহাট এলাকায় শ^াসকষ্ট নিয়ে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে শ^াসকষ্ট নিয়ে আইরিন সুলতানা (২০) তার পিতা জাহাঙ্গীর হোসেনের বাড়িতে মারা যান। চার দিন আগে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি প্রথমবারের মতো এক ছেলে শিশুর জন্ম দেন। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতের করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। প্রসূতির পরিবারসহ আশপাশ এলাকার কয়েকটি পরিবারকে লকডাউন করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। অপরদিকে প্রতিদিন লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৪জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। নরসিংদী ॥ ক্রমেই ভয়ানক রূপ নিচ্ছে কোভিড -১৯, রবিবার ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪ । জেলা করোনা প্রতিরোধ জরুরী সেলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস তথ্যটি নিশ্চিত করেছেন। কেরানীগঞ্জ ॥ করোনাভাইরাসে এবার ডাক্তার, নার্স, পুলিশসহ ৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। সোমবার বিকেল ৪টায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক ও তার সহযোগী আরেক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। গাইবান্ধা ॥ গত ২৪ ঘণ্টায় সোমবার করোনাভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জন। নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি সাঘাটা উপজেলায়। হোম কোয়ারেন্টাইন শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন। চাঁদপুর ॥ জেলায় করোনাভাইরাস আরও দুই জনের দেহে শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি চাঁদপুর সদরে এবং অপরজন হাইমচর উপজেলার। সোমবার দুপুরে ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২৫জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জনের নেগেটিভ এবং ২ জনের পজিটিভ। নতুন দুইজনসহ আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২জনে। বেলকুচি ॥ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সে নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিল। জেলায় প্রথম করোনা রোগী হিসেবে সে শনাক্ত হলো। রবিবার রাতে সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। শেরপুর ॥ শেরপুরে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ জনই জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। এরা হচ্ছেন সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর, যক্ষ্মা বিষয়ক প্রোগ্রাম অর্গানাইজার ও এক অফিস সহকারী। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ইউনিটের ফল উদ্ধৃত করে ওই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ এ কেএম আনওয়ারুর রউফ। এ নিয়ে জেলায় আক্রান্ত মোট ২০ জনের মধ্যে ১১ জনই স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। পিরোজপুর ॥ ভা-ারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের শাহআলম মুন্সির ছেলে নারায়ণগঞ্জ ফেরত সানাউল্লাহ (১৪) নামের কিশোর করোনায় আক্রান্ত হয়েছে। নওগাঁ ॥ নওগাঁয় প্রথম এক ব্যক্তির শরীরে কোভিড-১৯-এর লক্ষণ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি আত্রাই উপজেলার চকবলরাম গ্রামে। তবে করোনা শনাক্ত ব্যক্তির নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে। নওগাঁর সিভিলসার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল জানিয়েছেন, ওই গ্রামের রাশেদুল শেখ নামে এক ব্যক্তি গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। যেহেতু নারায়ণগঞ্জ থেকে এসেছেন সেহেতু তাকে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে নমুনা পরীক্ষার যে ফলাফল পাওয়া গেছে তাতে মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। অথচ নওগাঁ সিভিলসার্জন অফিস থেকে মাজেদুল ইসলাম নামের কারও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি। অপরদিকে নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২১৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৭০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। রংপুর ॥ দুইদিনে (শনিবার ও রবিবার) রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সিভিলসার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও ৯৭৩ জনকে বাড়িতে খুলনা ॥ খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউস ও টিচার্চ লাউঞ্জে তিনজন চিকিৎসকের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনি ও রবিবার তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। ভৈরব ॥ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ২০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্য চারজন পুলিশ কনস্টেবল, সাতজন ডাক্তার এবং বাকিরা নার্স ও স্বাস্থ্যকর্মী। ময়মনসিংহ ॥ প্রথমবারের মতো নান্দাইলে দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। দুজনেই নারী ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী। রবিবার রাতে ডাঃ ইকবাল আহম্মেদ নাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এদের একজন হাসপাতালের নার্স ও অপরজন অফিস সহকারী। আক্রান্তের বাড়ি লকডাউন ও পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার ৮টি গ্রামে অন্তত ৩০ হাজার মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। চিকিৎসা ব্যতীত ঘর কেউ থেকে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। গ্রামের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। প্রতিটি সড়কে ও পাড়া মহল্লায় টহল জোরদার করা হয়েছে। রবিবার থেকে জেলার সরাইলের বেড়তলা, বড়ইবাড়ি, সীতাহরণ, শান্তিনগর গ্রামসহ ৮টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। নীলফামারী ॥ জেলায় ৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত আর সাড়ে ৫ হাজার মানুষ হোমকোয়ারেন্টাইনে থাকলেও জনগণের মাঝে এখনও সচেতনতা বাড়েনি। জেলাকে লকডাউন ঘোষণা করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন নানামুখী পদক্ষেপ নিলেও জীবন-জীবিকার তাগিদে তা মানছে না হাট-বাজারের ক্রেতা-বিক্রেতা। এতে কোনভাবেই টনক নড়ছে না জনগণের। পটুয়াখালী ॥ ‘লকডাউন’! পটুয়াখালী জেলা প্রশাসনের সঙ্গা অনুযায়ী পটুয়াখালী জেলা পুরোপুরি অবরুদ্ধ থাকবে। শুধু কিছু জরুরী সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। কিন্তু আজ পটুয়াখালী জেলা লকডাউনের প্রথম দিনে চিত্র দেখলে জেলা প্রশাসনের লকডাউনের সঙ্গা নতুন করে লিখতে হবে। জেলা সদরসহ ৮টি উপজেলায় রাস্তা-ঘাটে মানুষ ছিল স্বাভাবিক দিনের মতো। সামাজিক দূরত্বকে উপেক্ষা করে উপজেলাগুলোর বিভিন্ন বন্দর, হাট-বাজারগুলোতে ছিল হাজার হাজার মানুষের সমাগম। খোদ পটুয়াখালী শহরের অলি-গলিতে দেখা গেছে চায়ের দোকানে প্রতি দিনের মতো চায়ের আড্ডা। যা দেখে সচেতন মানুষ আতঙ্কিত ও উৎকণ্ঠিত। প্রশ্ন উঠেছে তাহলে পটুয়াখালী জেলা লকডাউন করার প্রয়োজন কি ছিল? লকডাউন কি শুধু দায় এড়ানো। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে মারা যাওয়া গার্মেন্টস কর্মী করোনা সংক্রমিত নয় বলে জানিয়েছে সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ। খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের তথ্যমতে খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৪৮ জন ও হোমকোয়ারেন্টাইনে ৩৮৪ জন ও আইসোলেশনে তিন জন রয়েছে। বাউফল ॥ রোগী সেজে ছয় ব্যক্তি এ্যাম্বুলেন্সে করে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে বাউফলে আসেন। খবর পেয়ে ওই ছয় যাত্রীকে পুলিশ আটক করে এবং ওই এ্যাম্বুলেন্সটিকে জব্দ করে। পরে ওই এ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং ওই ছয় ব্যক্তিকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণীকক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×