ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় মৃত্যু একশ’ ছাড়াল, আক্রান্ত ২৯৪৮

প্রকাশিত: ০৫:৪১, ২১ এপ্রিল ২০২০

দেশে করোনায় মৃত্যু একশ’ ছাড়াল, আক্রান্ত ২৯৪৮

স্টাফ রিপোর্টার ॥ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। দেশে আরও ১০ জনের করোনায় মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১০১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ জনে। করোনা সন্দেহে বর্তমানে আইসোলেশনে আছেন ৭১৩ জন। চিকিৎসাধীন রয়েছে ২৭৮২ জন করোনা রোগী। এ পর্যন্ত ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় বেশিসংখ্যক মৃত্যু ও আক্রান্তের ঘটনায় এখনও ঢাকা ও নারায়ণগঞ্জ তালিকাভুক্ত রয়েছে। জ্যামিটিত হারে বাড়তে শুরু করেছে গাজীপুরে। নতুন আক্রান্ত ৪৯২ জনের ভিত্তিতে গাজীপুরে আক্রান্ত প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ। কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীতে ৬ শতাংশ। ঢাকায় এবং নারায়ণগঞ্জে আগের মতোই অনেক বেশি আছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি অবনতির দিকে। করোনা সংক্রমণের চতুর্থ ধাপের (মহামারী) দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি। নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করোনা রোগীর সংখ্যাও বাড়ছে অস্বাভাবিক হারে। করোনা সংক্রমণের বাহক ও আক্রান্ত-দুটোই যেন কন্টাক্ট ট্রেসিংয়ের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে, যা মহামারী পরিস্থিতিরই পূর্ব মুহূর্ত। এমন পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর। এতে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এবং তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল্লাহ। নাসিমা সুলতানা বলেন, আগের তুলনায় সোমবার শনাক্ত অনেক বেশি। মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করেছি ২ হাজার ৭৭৯টি নমুনা, মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুজন। ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, মৃত ১০ জনের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণ করলে ৬০ বছরের উর্ধে চার জন, ৫১-৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১ থেক ৫০ বছরের মধ্যে দুজন। রবিবার থেকে সোমবার নমুনা সংগ্রহ হয়েছে প্রায় ১০ শতাংশ বেশি এবং পরীক্ষা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৭ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে রাখা রোগীর সংখ্যা ৭১৩। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০ হাজার ৮০৯ জন, এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন এক লাখ ৪৯ হাজার ৬২৬ জন। ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২৭০ জন, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টাইনে ৩১ হাজার ৭৯ জন। এখন পর্যন্ত মোট এক লাখ ৫৫ হাজার ২২৪ জনকে কোয়ারেন্টাইনে করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১ হাজার ৮৪৫ জন, এখন পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৭৫ হাজার ৮১২ জন। বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৫ হাজার ৭৪৭ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ হাজার ৬৫৫ জন। মোট কোয়ারেন্টাইনে আছেন ৮০ হাজার ৪০২ জন। স্বাস্থ্য খাতের সরকারী ক্রয় প্রতিষ্ঠান সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেজ ডিপোর (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ বলেছেন, মাস্ক বিষয়ে বিভ্রান্তি এবং বানোয়াট তথ্য পরিবেশন না করে সরাসরি সিএমএসডিকে জানাতে। তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এখনও পর্যন্ত আমরা যা সরবরাহ করেছি, এগুলোর মান যাচাই করেই সরবরাহ করছি। সিএমএসডি থেকে আমরা যেসব সুরক্ষা সামগ্রী দিয়ে থাকি, সেগুলো একটি পর্ষদের মাধ্যমে মান যাচাই করে দিয়ে থাকি। এর সঙ্গে যে মূল্য সেটাও আমরা নির্ধারণ করে থাকি। ক্রয় প্রক্রিয়ায় কেন্দ্রীয় ওষুধাগারে আমাদের নিজস্ব কমিটি রয়েছে। স্বাভাবিকভাবে কোন সরবরাহকৃত দ্রব্য কোন পর্যায় পৌঁছানোর পর ব্যবহারকারীরা আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। আমি অনুরোধ জানাব, মাস্ক বিষয়ে বিভ্রান্ত না ছড়িয়ে, বানোয়াট তথ্য প্রকাশ না করে সরাসরি আমাদের জানান। আমরা নিশ্চয়ই সেগুলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৭৯টি ॥ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় আইইডিসিআর ল্যাবে ৩৯২টি, আইপিএইচ ১৯৪টি, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও ঢাকা শিশু হাসপাতালে ১৬২টি, আইদেশী ল্যাবে ৫১টি, ঢাকা মেডিক্যাল কলেজে ১৫৬টি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ল্যাবে ৪২৮টি, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ৬৬টি, বিএসএমএমইউ ল্যাবে ২৮০, আইসিডিডিআর’বি ল্যাবে ১৮৫টি এবং মুগদা মেডিক্যাল কলেজে ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ ঢাকার ভেতরে ১৯৩২টি নমুনার পরীক্ষা করা হয়েছে। প্রায় চার লাখ পিপি মজুদ রয়েছে- স্বাস্থ্য অধিদফতর ॥ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৪০টি পিপিই এবং বিতরণ করা হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ১১৯টি। বর্তমানে মজুদ রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯২১টি পিপিই। করোনা সংক্রান্ত কলের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৫৭ হাজার ২২টি, ৩৩৩ নম্বরে ৩৩ হাজার ৫৭৭টি এবং আইইডিসিআরের নম্বরে ২৭৬০টি করোনা সংক্রান্ত কল এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ৯৩ হাজার ৩৫৯টি।
×