ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা রোগী সন্দেহে বি’বাড়িয়ায় গর্ভবতী নারীকে লাঞ্ছিত করল চিকিৎসক

প্রকাশিত: ১০:২৬, ২১ এপ্রিল ২০২০

করোনা রোগী সন্দেহে বি’বাড়িয়ায় গর্ভবতী নারীকে লাঞ্ছিত করল চিকিৎসক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ করোনা সন্দেহে গর্ভবতী নারীকে লাঞ্ছিত করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের এক চিকিৎসক। ঘটনা জানাজানি হওয়ার পর এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি প্রশমনে জেলা প্রশাসক দ্রুত হস্তক্ষেপ করেন। সোমবার দুপুরে সদর হাসপাতালের শহীদ ডাক্তার মিলনায়তন সভাকক্ষে বিএমএ, স্বাচিপ ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে রুদ্ধদ্ধার বৈঠক করে। ঘণ্টাব্যাপী বৈঠকে চিকিৎসক ফৌজিয়া তার ভূুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বৈঠক শেষে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান জানান, সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে তিনি এই রোগীর সব চিকিৎসা করবেন বলে দায়িত্ব নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সব রোগীর চিকিৎসা নিশ্চিত করা হবে। বৈঠকে অংশ নেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন, বিএমএর সভাপতি ডাক্তার আবু সাইদসহ চিকিৎসক নেতৃবৃন্দ।
×