ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শজিমেকে পিসিআর ও ফরিদপুরে করোনা শনাক্তকরণ ল্যাব চালু

প্রকাশিত: ১০:২৪, ২১ এপ্রিল ২০২০

শজিমেকে পিসিআর ও ফরিদপুরে করোনা শনাক্তকরণ ল্যাব চালু

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়া মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব সোমবার চালু করা হয়েছে। এখানে প্রতিদিন পরীক্ষা করা যাবে ৯৪ জনের নমুনা। চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্তুত করা হয়েছে ৪টি আইসোলেশন ইউনিট। এদিকে, জেলার সীতাকু-ে করোনাভাইরাস আক্রান্তদের জন্য আজ মঙ্গলবার উদ্বোধন করা হচ্ছে ফিল্ড হাসপাতাল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) করোনাভাইরাস শনাক্তে পিসিআর ল্যাব (পলিমারাইজ চেইন রি-এ্যাকশন) সোমবার চালু হয়েছে। ল্যাব স্থাপন কার্যক্রম শুরুর এক সপ্তাহের মধ্যে এটি চালু কার সম্ভব হলো। প্রথম দিনে ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়া শজিমেক কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রেজাউল আলম জুয়েল জানিয়েছেন, মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই পিসিআর ল্যাব পরিচালনা করছেন বিভাগীয় প্রধান ডাঃ মহসীনা আলম শহীদ। করোনাভাইরাস শনাক্তে এই পিসিআর ল্যাব থেকে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যাবে। বগুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও প্যাথলজি বিভাগের ১৭ জন চিকিৎসক এবং ১১ জন টেকনোলজিস্ট এই ল্যাবে দায়িত্ব পালন করছেন। ঢাকা থেকে আসা ২ জন টেকনিক্যাল এক্সপার্ট এতে সহায়তা করছেন। ৪ আইসোলেশন ইউনিট প্রস্তুত ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি’র নির্দেশে ২টি এবং সরকারীভাবে ২টিসহ মোট ৪টি আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। এগুলো হচ্ছে গাউছিয়া মাইজভা-ার মাদ্রাসা, হাসপাতাল ভবনে সাংবাদিক, সাধারণ জনগণের জন্য, নাজিরহাট ঝংকার উত্তর পাশে রয়েল মাউথ আবাসিক হোটেলে ডাক্তার, সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং বাংলাদেশ পুলিশের জন্য নাজিরহাট হৃদয় আবাসিক হোটেলে প্রস্তুতি নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন। আমাদের নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ড থেকে জানান, চালু হতে যাচ্ছে দেশের প্রথম একমাত্র করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা না গেলেও আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর ॥ এদিকে আমাদের সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুর মেডিক্যাল কলেজ ল্যাবরেটারিতে শুরু হলো করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা। ফরিদপুর মেডিক্যাল কলেজের চতুর্থ তলায় করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য পিসিআর (পলিমিয়ার্স চেইন রি-এ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম চালু করা হয়। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান, ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ খবিরুল ইসলাম, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান, বিএমএ ফরিদপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা এখানে শুরুতে পরীক্ষা করা হবে। প্রথম দিনে ৫৭টি নমুনা পাওয়া গেছে। তবে এ মেশিন দিয়ে প্রতিদিন ৯৪টি নমুনা টেস্ট করা যাবে। প্রথম পর্যায়ে ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হবে। পরে আশপাশের অন্যান্য জেলার নমুনাও পরীক্ষা করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে ঢাকা থেকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট পাঠানো হয়েছে। এ ল্যাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম। এছাড়া ল্যাব পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ওয়াদুদ মিয়া এবং বায়ো কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রেজাউল কাদের। এসব বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাতজন টেকনিশিয়ান এখানে কাজ করবেন। বায়ো কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কাদের জানান, এই ল্যাবরেটরিতে কর্মরতদের জন্য তারা এন-৯৫ মাস্ক ও পিপিই পেয়েছেন তবে তা পর্যাপ্ত নয়। এছাড়া যন্ত্রপাতি ও নমুনার বর্জ্য জীবাণুমুক্ত করার জন্য যেই অটোক্লেব মেশিন দরকার সেটিও প্রয়োজনের তুলনায় ছোট।
×