ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকে আড়াই হাজার রোগীকে চিকিৎসা প্রদান

প্রকাশিত: ১০:২২, ২১ এপ্রিল ২০২০

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকে আড়াই হাজার রোগীকে চিকিৎসা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া মহোদয়ের নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে ২০ এপ্রিল পর্যন্ত আড়াই হাজার (২৫০২) জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে সোমবার ২০ এপ্রিল ২৫০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গত মাসের (মার্চ) ২১ তারিখে এই ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিকে গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে সোমবার ২১২ জনসহ এ পর্যন্ত এক হাজার সাত শত পঁচাত্তর (১৭৭৫) জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে করোনা ভাইরাস শনাক্তের জন্য টেস্ট করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া মহোদয়ের নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরী বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’-এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে চোখ রাখুন একাত্তর টিভিতে বিকেল ৩টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টায় চোখ রাখুন আর টিভিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া গত ৫ এপ্রিল টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’-এর এই সময় উপযোগী সেবা কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন। পিপিই দিল গাজী গ্রুপ ও সারাবাংলা ॥ নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান গাজী গ্রুপ এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম সারাবাংলা। সোমবার বিএসএমএমইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার হাতে ৬৫ সেট পিপিই তুলে দেন দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের মহাব্যবস্থাপক (জিএম) মিয়া ফয়সাল হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর হমান, প্রক্টর ও ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট সৈকত ভৌমিক উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।
×