ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিকে আউট করার কৌশল জানেন শামি

প্রকাশিত: ০৯:২৬, ২১ এপ্রিল ২০২০

কোহলিকে আউট করার কৌশল জানেন শামি

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি। ক্রিকেটে সময়ের অপার বিস্ময়। তামাম দুনিয়ার বোলারদের চোখের ঘুম হারাম করা এক উইলোবাজ। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স কিংবা সতীর্থ রোহিত শর্মার মতো ধুন্ধুমার নন। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০Ñ তিন ভার্সনে ভারত অধিনায়ক আসলে অবিশ্বাস্য রকমের ধারাবাহিক। ক’দিন আগে সুপার কোহলিকে আউট করার উপায় বাতলে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সাবেক পাকিস্তান পেসার শোয়েব আকতার। এবার ঘরের শত্রু ‘বিভীষণ’ হয়ে সেই কাজটা করলেন মোহাম্মদ শামি। জাতীয় দলের সতীর্থ হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কোহলিকে একাধিকবার আউট করেছেন তিনি। শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। আর কলকাতা নাইটরাইডার্স, দিল্লী ডেয়ারডেভিলস হয়ে শামি এখন কিংস ইলেভেন পাঞ্জাবে। ঠিকানা বদল হলেও একের পর এক নিশানায় কোহলি বধে ওস্তাদ। উত্তরপ্রদেশ থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এ তারকা পেসার বলেন, ‘একজনের সঙ্গে অনেক দিন ধরে খেললে ও একসঙ্গে অনেক সময় কাটালে সেই ক্রিকেটারের শুধু শক্তি সম্পর্কেই জানা যায় না। তার দুর্বলতাও চোখে পড়ে। বোলার হিসেবে আমার কর্তব্য সেই দুর্বল জায়গাগুলো মাথায় রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা করা। কোহলি যে সেরা ক্রিকেটার তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে সেরাদেরও দুর্বলতা থাকে। যা নিয়ে রীতিমতো পরিকল্পনা করা যায়। সেই একটা দুর্বলতাতে ফোকাস করতে হয়।’ কোহলির দুর্বলতা কী তা অবশ্য পুরোপুরি খোলসা করে বলেননি শামি। সেটা অন্যান্য বোলারদের ওপর ছেড়ে দিয়েছেন খুঁজে বের করার জন্য, ‘একটা উদাহরণ হিসেবে বলা যাক, একজন ব্যাটসম্যানের দুর্বলতম জায়গা কোনটা? তা খুঁজে নিয়ে তা নিয়ে বারবার অনুশীলন করতে হবে। আইপিএলে তাকে বেশ কয়েকবার আউট করেছি। বেশি কিছু না জানিয়েই বলছি, তার দুর্বল জায়গাগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে। তাহলেই তাকে আউট করা যাবে।’ তবে শামি স্পষ্টভাবে না বললেও শোয়েব আখতার অত রাখঢাকের মধ্য দিয়ে যাননি। প্রতিদ্বন্দ্বী শিবিরের পেসার বলেই কি না, একদম বিশ্লেষণ করেছেন কোহলির দুর্বলতা। শোয়েব বলছিলেন, ‘কোহলিকে বল করতে হলে আমি একদম ক্রিজের পাশ থেকে আসতাম। বলটা তার (কোহলি) সামনে ফেলে বের করে নেয়ার চেষ্টা করতাম। ওকে ড্রাইভ খেলতে বাধ্য করতাম।’ ধরা যাক, এই ডেলিভারিতে কাজ হলো না। ঠিক জায়গাতে দাঁড়িয়েই বলগুলো মাঝ ব্যাটে খেললেন কোহলি। তখন কী করবেন শোয়েব? এমনিতে একটা কথা প্রচলিত আছে, অফ স্টাম্পের একটু বাইরে মাপা লেংথের সুইং খানিকটা অস্বস্তি নিয়ে খেলেন কোহলি। আবার ঠিক একই জায়গায় তাকে খুব ভালও খেলতে দেখা গেছে। ওয়ানডেতে প্রায় ৬০, টেস্টে ৫৩ ব্যাটিং গড়ের কোহলিকে আউট করার দ্বিতীয় পরিকল্পনাও খুলে বলেছিলেন শোয়েব, ‘ওটায় কাজ না হলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে আউট করব!’ করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়টা নানান মজাদার কাজ করেই কাটাচ্ছেন বিশ্বের ক্রীড়াবিদরা। ক্রিকেট সংশ্লিষ্টরা সময়টা পার করছেন নিজেদের স্মৃতির পাতায় ঘুরে কিংবা বিভিন্ন বিশ্লেষণী আলোচনার মাধ্যমে। এর বাইরে সবাইকে সচেতনতামূলক বার্তা দেয়া তো আছেই। এর মধ্যে ভারতীয় ক্রিকেটাররা মেতে উঠছেন বিভিন্ন লাইভ সেশনে। কেউ কেউ ইউটিউবে করছেন লাইভ আড্ডা, আবার অনেকেই বেছে নিয়েছেন ইনস্টাগ্রামকে। তেমনই এক আড্ডায় মুখোমুখি হয়েছিলেন ইরফান পাঠান ও মোহাম্মদ শামি। সেখানেই অনেক বিষয় নিয়ে আড্ডা হয় বর্তমান ও সাবেক তারকার মধ্যে।
×