ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাঠে ফেরার অপেক্ষায় জনি

প্রকাশিত: ০৯:২৪, ২১ এপ্রিল ২০২০

মাঠে ফেরার অপেক্ষায় জনি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালে মোহামেডানের হয়ে যাত্রা শুরু। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি জাতীয় দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে। মোহামেডান, চট্টগ্রাম আবাহনীর হয়ে এখন খেলছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে। তবে ইনজুরির থাবায় ছিটকে গেছেন দীর্ঘ সময়ের জন্য। দ্রুত আরোগ্য লাভের জন্য ফিফা জনিকে দিয়েছে ৪ লাখ টাকা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়মিত খোঁজ নেয় না বলে আফসোস ঝরলো এই সম্ভাবনাময় ফুটবলারের কণ্ঠে। মাঠে সতীর্থরা খেলছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে জনি ফেরার পথ খুঁজছেন। জীবনে সফলতার চূড়া অতিক্রম করতে কত উঁচু-নিচু পথই না পাড়ি দিয়েছেন। তবে এবারের লড়াইটা যে ইনজুরি থেকে মাঠে ফেরার। গত বছর ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের সঙ্গে ম্যাচের আগে ইনজুরিতে পড়েন। এরপর অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল থেকে ছিটকে যান। সুসংবাদ হলোÑ আরোগ্যের জন্য ফিফা জনিকে দিয়েছে ৪ লাখ টাকা। দ্রুত ফিট হতে কি করছেন জনি? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি বলেন, ‘আমি প্র্যাকটিস শুরু করেছি। তবে এখনও বুঝতে পারছি না মাঠে খেলতে পারব কিনা। তবে দিন দিন আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।’ পুরোপুরি সেরে না ওঠায় এখনও মাঠে বল নিয়ে নামেননি। করোনার এই সময়টায় বসুন্ধরা কিংসের সব খেলোয়াড় ছুটিতে থাকলেও তিনি ক্যাম্পে রয়ে গেছেন। বসুন্ধরা কিংসের হয়ে চলতি মৌসুমে কোন ম্যাচ না খেললেও পূর্ণ টাকা দেয়ায় ক্লাবের প্রতি কৃতজ্ঞ এই সম্ভাবনাময় ফুটবলার। জনি বলেন, ‘অন্যান্য ক্লাবগুলো সাইনিং করায় না, কিন্তু বসুন্ধরা ক্লাব করিয়েছে। আমার প্রত্যেক বিষয়ে তারা সাপোর্ট দিচ্ছে।’ ২০১৫ সালে মোহামেডানে ভাল খেলে জাতীয় দলে ডাক পান। এরপর খেলেছেন সাফ ও এএফসির মতো টুর্নামেন্ট। তার দুঃসময়ে জাতীয় দলের কোচ জেমি ডে নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন জনির। তবে জনির আফসোস ঝরলো বাফুফের প্রতি। জনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত বাফুফে কোন খরচ বহন করেনি আমার। তবে কোচ জেমি প্রতিনিয়ত আমার খোঁজ-খবর নেন।’ তবে ক্লাব ও বাফুফের চাওয়া দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরুক ২২ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডার। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, ‘আমরা জনির সঙ্গে যে চুক্তি করেছিলাম সেটা পূরণ করেছি। এমনকি তার চিকিৎসার ব্যয়ভারও বহন করেছি।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘আমরা আশা করছি ফিফার কাছ থেকে নেক্সট আরও একটা কম্পোজিশন পাবে।’
×