ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল প্ল্যাটফর্মে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এজিএম সম্পন্ন

প্রকাশিত: ০৯:১৩, ২১ এপ্রিল ২০২০

ডিজিটাল প্ল্যাটফর্মে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এজিএম সম্পন্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন জিএসকে বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান। এজিএম-এ আরও উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত পান্ডে, ডিরেক্টর মোঃ আবুল হোসেন, মহসিন উদ্দিন আহমেদ, রেজাউল হক চৌধুরী, হাসনাইন আহমেদ, জাহেদুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ নাহারুল ইসলাম মোল্লাসহ অন্যান্য শেয়ারহোল্ডারাও এই ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির সদস্যবৃন্দ পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ ২০১৯ সালের বার্ষিক হিসাব এবং প্রতি ১০ (দশ) টাকা শেয়ারে ৫৩০% অর্থাৎ ৫৩.০০ টাকা (তিপ্পান্ন টাকা) লভ্যাংশ এই এজিএম অনুমোদন করেন। নওগাঁর পত্নীতলায় গম সংগ্রহের উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সম্প্রতি নওগাঁর পত্নীতলা উপজেলায় খাদ্য অধিদফতরের উদ্যোগে সরকারীভাবে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। নজিপুর খাদ্যগুদামে ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল গাফফার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি সানজিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নজমুল করিম, নজিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র ম-ল প্রমুখ। এবার উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫৭ মেট্রিক টন।
×