ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর তহবিলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের একদিনের বেতন

প্রকাশিত: ০৯:০৭, ২১ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর তহবিলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের একদিনের বেতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাহামারী নোভেল করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে অনুদান হিসেবে এই অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সহায়তা করতে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে। এই কঠিন সময়ে যে যার অবস্থান থেকে যতটুকু পারে- তা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরাও সেই কাজটিই করছি। একদিনের বেতনের অর্থ কি পরিমাণ হতে পারে-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা আসলে এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। রবিবার আমরা সব অফিসে আদেশ পাঠিয়েছি; সেগুলো আসলেই নিশ্চিত করে বলা যাবে। আনুমানিক কোন অঙ্ক বলা ঠিক হবে না। কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সহায়তা করতে প্রতিদিনই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান অনুদান দিচ্ছে। বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে বিভিন্ন অঙ্কের টাকা অনুদান দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত হয়েছে।
×