ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে ধান কাটা

প্রকাশিত: ০৮:৪৫, ২১ এপ্রিল ২০২০

স্বেচ্ছাশ্রমে ধান কাটা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়া উপজেলার কৃষকদের পাশে দাঁড়ালো সুরক্ষিত কচুয়া কমিটি। এই কমিটির উদ্যোগে উপজেলার গরিব, হতদরিদ্র ও বর্গাচাষীদের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগসহ অন্য নেতাকর্মীরা। সোমবার দুপুরে ২০ জনের একটি দল উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকার বিলের তিনজন কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচী শুরু হয়। এ সময় কচুয়া উপজেলা যুবলীগের সদস্য সরদার আক্তারুজ্জামান অনু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার রহমান রাসেল, যুবলীগ নেতা সোয়েব ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেয়া হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এদিকে দেশের এই সঙ্কটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা। ১৩ প্রতিষ্ঠানে জরিমানা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় নীলফামারী সৈয়দপুর উপজেলায় ১৩টি প্রতিষ্ঠানে এক লাখ ৩০ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। বারাকাত ক্লথ স্টোরকে ৩০ হাজার, ওড়না ঘরের মালিককে ২০ হাজার, কাশফি বেনারসির মালিককে ২০ হাজার, জাফরুল্লাহ ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা এবং উল্লেখযোগ্য কিছু দোকানে অভিযান চালিয়ে মোট এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
×