ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উলিপুরে বৈশাখী ঝড়ে ২৫ বাড়ি লণ্ডভণ্ড

প্রকাশিত: ০৮:৪৪, ২১ এপ্রিল ২০২০

উলিপুরে বৈশাখী ঝড়ে ২৫ বাড়ি লণ্ডভণ্ড

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ॥ উলিপুরে কালবৈশাখীর তাণ্ডবে তিস্তা নদী অববাহিকার তিন ইউনিয়নের ৭ গ্রামের প্রায় ২৫টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে এসব এলাকার গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার গভীর রাতে তিস্তা নদী বেষ্টিত উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের আয়শা খাতুন, হোকডাঙ্গা গ্রামের আক্কাছ আলী, কিশোরপুর গ্রামের আনারুল ইসলাম, রামনিয়াসা গ্রামের হায়দার আলী, আঃ করিম, ছয়ফুল ইসলাম, আব্দুর রহমান, জুয়ানসতরা গ্রামের রবিউল ইসলাম, দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মাঝি পাড়া গ্রামের প্রফুল্ল নাথ দাস, অমূল্য চন্দ্র দাস, নালো চন্দ্র ও বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামের মরিয়ম, ফয়জার রহমানসহ এসব গ্রামের প্রায় ২৫ পরিবারের ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়।
×