ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাট সদর হাসপাতালে নার্স ও আয়াকে মারধর ॥ আল্টিমেটাম

প্রকাশিত: ০৮:৪২, ২১ এপ্রিল ২০২০

বাগেরহাট সদর হাসপাতালে নার্স ও আয়াকে মারধর ॥ আল্টিমেটাম

বাগেরহাট সদর হাসপাতালে মায়ের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে নার্স ও আয়াদের বেপরোয়া মারপিট ও সেবিকা কক্ষ ভাংচুর করেছে স্বজনরা। রবিবার রাত ৮টার দিকে নমিতা পাল (৭২) নামের এক রোগী মারা গেলে তার স্বজনরা নার্স ও আয়াদের মারধর এবং সেবিকা কক্ষ ভাংচুর করেছে। এর আগে বিকেল ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় নমিতা পালকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এ ঘটনায় হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি করেছেন। নমিতা পাল বাগেরহাট শহরের বনিকপট্টি এলাকালার মনিমোহন পালের স্ত্রী। মারধরে আহতরা হলেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা খানম (৫৫), আয়া কোমেলা বেগম ও লাবনী বেগম। গুরুতর আহত মিনারা বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নার্স নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে হামলাকারীদের আটক করা না হলে তারা কর্মবিরতিসহ আন্দোলনে যাবেন।
×