ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ভর্তুকি মূল্যের ১২০ বস্তা চাল উদ্ধার

প্রকাশিত: ০৮:৪১, ২১ এপ্রিল ২০২০

লালমনিরহাটে ভর্তুকি মূল্যের ১২০ বস্তা চাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২০ এপ্রিল ॥ জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ব্যবসায়ী শাহজাহান আলীর গোডাউনে পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে দরিদ্র জনগোষ্ঠীদের সরকারের ভর্তুকি মূল্যে দেয়া ১০ টাকা কেজি দরের ১২০ বস্তা চাল উদ্বার করেছে । এ সময় চাল পাচারের উদ্দেশে আনা ট্রলিচালক দুখু মিয়াসহ ট্রলিটি আটক করেছে পুলিশ। আটক দুখু মিয়া পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, গভীর রাতে গোডাউনের সামনে একটি ট্রলি বার বার ঘোরাফেরা করছিল। বিষয়টি স্থানীয় গ্রামের মানুষের চোখে সন্দেহজনক মনে হয়। তখন তারা গ্রাম পুলিশকে খবর দেয়। গ্রাম পুলিশ ট্রলিটি চালকসহ আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। চালকের কথামতো ব্যবসায়ী শাহজান আলীর গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সে সময় গোডাউনের ভেতরে রক্ষিত বস্তার গায়ে খাদ্য অধিদফতরের সীলযুক্ত ১২০ বস্তা চাল উদ্ধার হয়। প্রতিটি বস্তা ২৫ কেজি ওজনের বলে জানা গেছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর গোডাউন মালিক শাজাহান আলীর কাছে পৌঁছে যায়। ফলে সে দ্রুত বাড়ি হতে পালিয়ে যায়। সাভারে ১০ বস্তা সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ওএমএস এর ১০ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার নলামের গোড়াপীর এলাকার এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তিনি জানান, সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ওএমএস’র ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, রাজাপুরে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০ টাকা কেজি দরের ৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাসায় সরকারী ত্রাণের চাল মজুদ থাকার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। বাড়ি থেকে ৬টি বস্তায় ৩০ কেজি করে ১৮০ কেজি চাল পেয়ে সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউয়িনের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়।
×