ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রাণের অপেক্ষায় দুর্গম পাহাড়ে আদিবাসীরা

প্রকাশিত: ০৮:৪১, ২১ এপ্রিল ২০২০

ত্রাণের অপেক্ষায় দুর্গম পাহাড়ে আদিবাসীরা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২০ এপ্রিল ॥ করোনা পরিস্থিতিতে হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা পাহাড়ে কয়েকটি পুঞ্জিতে প্রায় ৪০০ আদিবাসী পরিবারের ২ হাজার লোক ত্রাণের অপেক্ষায় আছে। এ দুর্যোগে খাদ্যসামগ্রী না পেয়ে তারা খেয়ে না খেয়ে থাকছে। দুর্গম এলাকা হওয়ায় দ্রুত ত্রাণ পৌঁছানো কঠিন। এ কারণে ব্যক্তি উদ্যোগে অনেকেই ত্রাণ নিয়ে যেতে পারছেন না। এদিকে দুর্যোগে ত্রাণ না পেয়ে পাহাড়ীরা হতাশ হয়ে পড়েছেন। তারা দ্রুত সরকারী ত্রাণ পাওয়ার প্রত্যাশা করেছেন। কালিয়াবাড়ি পুঞ্জির হেডম্যান বিনয় দেববর্মা জানান, কালেঙ্গা পাহাড়ে কালিয়াবাড়ি, কৃষ্ণছড়া, ছনবাড়ি, মঙ্গলিয়াবাড়ি, ডেবরাবাড়ি, রিজার্ভটিলাসহ প্রায় ৪০০টি পরিবার ত্রাণ পায়নি। করোনা আসার পর তারা জঙ্গল থেকে বাইরে গিয়ে কাজ না করতে পারায় রোজগারও হচ্ছে না। আর এসব পরিবারের অনেক সদস্য দেশের বিভিন্ন স্থানে কাজ করে রোজগার করতেন। তারাও আজ বেকার। এ নিয়ে পাহাড়ী পরিবারগুলো বেকায়দায় পড়েছেন। তিনি জানান, এ সময়ে ৬ এপ্রিল সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর অনুরোধে শায়েস্তাগঞ্জ পৌরসভার রিবারচর গ্রামের বাসিন্দা সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার ১২ হাজার ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের কাছ থেকে ৩ হাজারসহ মোট ১৫ হাজার টাকা কালিয়াবাড়ি ও মঙ্গলিয়াবাড়ির ৫০ পরিবার আর্থিক সহায়তা পায়। এরপর থেকে আর কেউ ত্রাণ ও আর্থিক সহায়তা দিতে আসছে না। তবে যোগাযোগ করায় ইউএনও স্যার ত্রাণ দেয়ার আশ্বাস দিয়েছেন। এ পাড়াড়ের বাসিন্দা শ্রী পষত দেববর্মা, ছবিচরণ দেববর্মা, ইরং দেববর্মা, ধমে চন্দ্র দেববর্মা, শশি কুমার দেববর্মা, মনেশ দেববর্মা, মোহন দেববর্মা, নরেশ দেববর্মাসহ প্রমুখরাও ত্রাণ এবং আর্থিক সহায়তা চেয়েছেন। যোগাযোগ করা হলে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, কালেঙ্গা পাহাড়ে প্রাপ্য কেউ না পেয়ে থাকলে দ্রুত ত্রাণ পৌঁছানো হবে। ঈশ্বরদী স্টাফ রিপোর্টার ঈশ^রদী থেকে জানান, ত্রাণবঞ্চিত অসহায় দিনমজুর ও গরিব মানুষ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে সোমবার সকালে বিক্ষোভ মিছিল বের করে পাকশী হাইওয়ে রোডের নওদাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ ও অবরোধকালে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বার বার চেয়ারম্যান ও মেম্বারদের চালের কথা বলেও কোন লাভ হয়নি। অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছলিমপুরের জন্য তিন দফায় ৮ দশমিক ৭২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অব) এম এ কাদের সাংবাদিকদের জানান, সলিমপুর ইউনিয়নে ত্রাণের চাল বিতরণ না করার কথা শুনেছি। চাল বিতরণ না করায় অসহায় মানুষ মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। সাভার সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারের আশুলিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে রিক্সাচালকসহ কর্মহীন নারী-পুরুষরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন প্রায় ৩০০ অসহায় মানুষ। ভুক্তভোগীরা জানান, প্রায় একমাস তাদের ঘরে খাবার নেই। একদিকে কাজ নেই অন্যদিকে ঘরে খাবার না থাকায় করোনার চেয়ে ভয়াবহতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও তারা এখন পর্যন্ত কোন সহযোগিতা পায়নি। স্থানীয় চেয়ারম্যান-কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কাছ থেকে কোন সাহায্য পাচ্ছেননা। তাই তারা প্রশাসনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থার দাবি জানান। রংপুর নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষ খাদ্যের দাবিতে নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে সরকারী, বেসরকারী উদ্যোগে বিতরণ করা কোন খাদ্যসহায়তা পৌঁছেনি। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটছে তাদের। সোমবার দুপুরে রংপুর নগরীর চারতলা মোড় ট্রাক স্ট্যান্ড সড়ক, বদরগঞ্জ রোডের মুন্সির মোড়সহ পৃথক চারটি স্থানে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত নারী-পুরুষ। বদরগঞ্জ রোডে নজিরেরহাট মুন্সির মোড় ও পীরগাছার কদমতলি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ত্রাণসুবিধা বঞ্চিত শত শত নারী-পুরুষ। তাদের অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে বাড়িতে কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিনযাপন করলেও এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা তাদের দেয়া হয়নি। বিক্ষোভের খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ নজিরেরহাটে মুন্সির মোড়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। দ্রুত সময়ের মধ্যে খাদ্য সরবরাহ করার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।
×