ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাদের কারাগারে বিষক্রিয়ায় ৪৪ জঙ্গীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৮, ২১ এপ্রিল ২০২০

শাদের কারাগারে বিষক্রিয়ায় ৪৪ জঙ্গীর মৃত্যু

উত্তর-মধ্য আফ্রিকার দেশ শাদের কারাগারে ৪৪ জন সন্দেহভাজন বোকো হারাম জঙ্গী বিষক্রিয়ায় মারা গেছেন বলে দেশটির পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন। সম্প্রতি চাদ হ্রদ এলাকায় সেনাবাহিনীর বোকো হারামবিরোধী অভিযানে আটক ৫৮ জন সন্দেহভাজনের অংশ ছিল তারা। এ ঘটনায় করা চারটি ময়নাতদন্তে বিষাক্ত পদার্থের নমুনা পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। শাদ হ্রদ এলাকা থেকে আটকের পর মঙ্গলবার ওই বন্দীদের রাজধানী এন’জামিনায় পাঠানো হয়েছিল। অভিযোগ উঠেছে, রাজধানীতে পাঠানোর পর থেকে ওই বন্দীদের কারাগারের একটি সেলে রাখা হয়েছিল এবং তাদের কোন খাবার বা পানি দেয়া হয়নি। ওই বন্দীদের সঙ্গে এ ধরনের কোন কিছু করা হয়নি বলে দেশটির বিচারমন্ত্রী জিমেট আরাবি দাবি করেছেন। ২৩ মার্চ শাদ হ্রদের এক দ্বীপে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বোকো হারাম জঙ্গীরা সাত ঘণ্টা ধরে হামলা চালিয়ে প্রায় ১০০ সেনাকে হত্যা করেছিল। কয়েক বছর আগে বোকো হারামের তৎপরতা নাইজিরিয়ার সীমান্ত পেরিয়ে শাদ হ্রদ এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে শাদের সেনাবাহিনীর ওপর জঙ্গীদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি। এই হামলার পরই ওই এলাকায় জঙ্গীবিরোধী বড় ধরনের অভিযান শুরু করে চাদের সামরিক বাহিনী। অভিযানে সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ হিসেবে ওই ৫৮ সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে ৪৪ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পাবলিক প্রসিকিউটর ইউসুফ টম জানিয়েছেন। শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তিনি বলেন, ‘তাদের মধ্যে ৪০ জনকে কবর দেয়া হয় ও চারজনের ময়নাতদন্ত করা হয়। কানাডায় বন্দুক হামলায় ১৬ জন নিহত কানাডায় পুলিশের পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে নোভা স্কশা প্রদেশে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে এই তা-ব চলে। শেষ পর্যন্ত গাড়ি নিয়ে ধাওয়া করে পুলিশ ওই হামলাকারীকে থামায়। ৫১ বছর বয়সী ওই হামলাকারীও পুলিশের অভিযানে নিহত হয়েছেন। বিবিসি। হামলার শুরুতে ছোট্ট শহর পোর্টাপিকের বাসিন্দাদের দরজা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ দেয় পুলিশ। ওই হামলাকারী সে সময় যে গাড়ি চালাচ্ছিলেন, সেটি সাজানো হয়েছিল পুলিশের গাড়ির মতো করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) কনস্টেবল হাইডি স্টিভেনসনও আছেন।
×