ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে এক পরিবারের ২৬ জন আক্রান্ত

প্রকাশিত: ০৮:৩৮, ২১ এপ্রিল ২০২০

ভারতে এক পরিবারের ২৬ জন আক্রান্ত

ভারতের দিল্লীতে একই পরিবারের ২৬ সদস্য নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাহাঙ্গীরপুরীতে থাকে পরিবারটি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই পরিবারের প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরই সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। লোকজনের ঢোকা-বেরোনো বন্ধ করে দেয়া হয়েছে। দিল্লীতে এ নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬। ওয়েবসাইট। এদিকে এক পরিবারের এই ২৬ সদস্যসহ শনিবার বিকেল পর্যন্ত দিল্লীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১,৭০৭ এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার প্রেস বিবৃতিতে জানানো হয়, রাজাধানীতে করোনা আক্রান্ত ৬২%-এর সঙ্গে দিল্লীর নিজামউদ্দিন মার্কাজের যোগ রয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ৫৫৯ জন। আর আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,৮৫৪ জন।
×