ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ করবেন না

প্রকাশিত: ০৮:৩৮, ২১ এপ্রিল ২০২০

অভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ করবেন না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ট্রাম্প শনিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে দাবি করেন, ওয়াশিংটন করোনাভাইরাস মোকাবেলায় তেহরানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। পার্সটুডে। এছাড়া যুক্তরাষ্ট্র যখন নিজেই করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে এবং ওষধু ও চিকিৎসা সামগ্রীর তীব্র সঙ্কটে রয়েছে তখন ট্রাম্প আরও দাবি করেন, তেহরান চাইলে তিনি ইরানে কয়েক হাজার ভেন্টিলেটর পাঠাবেন। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি চুক্তি করতে চায় বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) জন কেরি তাদেরকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছেন যাতে আমি যদি পরাজিত হই তাহলে তারা নয়া চুক্তির বিষয়ে আলোচনায় বসতে পারেন।’ ট্রাম্পের এসব অমূলক বক্তব্যের জবাবে জারিফ রবিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, তেহরান কোন মার্কিন রাজনীতিবিদের সঙ্গে গোপনে কথা বলে না। তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনার আর কিছু করতে হবে না। আপনি শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।’ ট্রাম্পের ভেন্টিলেটর পাঠানোর প্রস্তাবের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে বর্তমানে এত বেশি ভেন্টিলেটর তৈরি হচ্ছে যে, অচিরেই ভেন্টিলেটর রফতানি করা শুরু করবে তেহরান। অন্যদিকে, পারস্য ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র কোন ভুল করলে তাৎক্ষণিক জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী। বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, পারস্য উপসাগরে রেভল্যুশনারি গার্ডের ১১টি নৌযান বিপজ্জনকভাবে মার্কিন নৌবাহিনী ও তাদের কোস্টগার্ডের জাহাজের কাছে চলে এসেছিল। ওই নৌযানগুলোর তৎপরতাকে ‘বিপজ্জনক ও উস্কানিমূলক’ বলেও অভিহিত করে তারা। এর জবাবে রবিবার রেভল্যুশনারি গার্ডের নিউজ সাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘পারস্য উপসাগরে ও ওমান উপসাগরে আন্তর্জাতিক আইন ও ম্যারিটাইম প্রটোকলগুলো অনুসরণ করার জন্য এবং সব ধরনের হঠকারিতা, মিথ্যা ও ভুয়া গল্প থেকে বিরত থাকার জন্য আমেরিকানদের পরামর্শ দিচ্ছি আমরা। তাদের নিশ্চিত থাকা উচিত এই অঞ্চলে বিদেশীদের বিপজ্জনক ক্রিয়াকলাপকে ইরানের রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী এবং শক্তিশালী সশস্ত্রবাহিনী জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি ও তাদের রেড লাইন হিসেবে দেখে এবং তাদের দিক থেকে হিসাবে কোন ভুল হলে তাৎক্ষণিক উপযুক্ত জবাব পাবে।’
×