ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পল্লবীতে কিডনি রোগীকে বাসায় উঠতে বাধা বাড়িওয়ালার

প্রকাশিত: ১০:০২, ২০ এপ্রিল ২০২০

 পল্লবীতে কিডনি রোগীকে বাসায় উঠতে বাধা বাড়িওয়ালার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিডনি নারী রোগীকে বাড়িওয়ালা বাসায় উঠতে দেয়নি। পরে পুলিশ সহযোগিতায় কয়েক ঘণ্টার পর ওই নারী রোগী বাসায় উঠেছে। শনিবার বিকেলে ওই নারী রোগী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার পল্লবীর ভাড়া বাসায় উঠতে গিয়ে বাড়িওয়ালার বাধার সম্মুখীন হন। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, কয়েক মাস ধরে আকলিমা বেগম নামে ওই নারী কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তিনি বাসায় ফেরেন। কিন্তু বাড়িওয়ালার ধারণা আকলিমা বেগম করোনাভাইরাস আক্রান্ত। তাই তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বাসায় নিয়ে যায়। এসআই শামীম হোসেন জানান, বিকেলে বাসায় প্রবেশ করতে না পেরে অসুস্থ ওই নারী দীর্ঘক্ষণ রাস্তার ধারে বসে ছিলেন। এখন তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। তিনি জানান, তার চিকিৎসার সব কাগজপত্র ও ওষুধ দেখে বুঝা গেছে ওই নারী কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
×