ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্কট মোকাবেলায় কর্মপরিকল্পনা

প্রকাশিত: ০৯:৩৫, ২০ এপ্রিল ২০২০

 মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্কট মোকাবেলায়  কর্মপরিকল্পনা

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্কট মোকাবেলায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সঙ্কট মোকাবেলায় এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। সেই সঙ্গে মন্ত্রণালয় ও দফতর-সংস্থার চলমান কার্যক্রম গতিশীল করা এবং যেকোন পরিস্থিতি মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে প্যাকেজ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রবিবার রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের সঙ্কট মেকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণ সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, সঙ্কট মোকাবেলায় এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। এ মুহূর্তেই শুধু নয় আগামীতেও যাতে করোনা প্রতিক্রিয়া হিসেবে ক্ষয়-ক্ষতির মধ্যে এ সেক্টর না পড়ে সেটাকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আমরা বিবেচনায় রাখছি।
×