ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশীর সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে

প্রকাশিত: ০৯:৩৪, ২০ এপ্রিল ২০২০

 সিঙ্গাপুরে করোনা  আক্রান্ত বাংলাদেশীর  সংখ্যা ২৬০০  ছাড়িয়েছে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার ক্ষেত্রে সিঙ্গাপুরকে একটি সফল উদাহরণ হিসেবেই এতদিন মনে করা হচ্ছিল। করোনাভাইরাস শব্দটি যখন অনেকের কাছেই পরিচিত হয়ে ওঠেনি, তখনই সিঙ্গাপুরে ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে। খবর ওয়েবসাইটের। এর মাধ্যমে প্রাথমিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করেছিল দেশটি। কিন্তু সম্প্রতি সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বিস্তার লাভ করছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৮৮ জন। এর মধ্যে বাংলাদেশী রয়েছে ২ হাজার ৬০০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৪০ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১১ জন। সিঙ্গাপুরে করোনার সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস-১১ ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মোট ১৩টি ডরমিটরিকে ইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব ডরমিটরিতে বাংলাদেশের নাগরিকই বেশি থাকে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। শনিবার নতুন করে ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭০ জনই বাংলাদেশী। শুক্রবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয় ৭২৮ জন। এর মধ্যে ৫২০ বাংলাদেশী।
×