ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘স্যার বিশ্বাস করেন আমার বাচ্চা করোনায় মরে নাই!’

প্রকাশিত: ০৯:৩২, ২০ এপ্রিল ২০২০

 ‘স্যার বিশ্বাস করেন আমার বাচ্চা  করোনায়  মরে নাই!’

নূরুল ইসলাম, টঙ্গী থেকে ॥ করোনার সময়ে বিশ দিনের এক শিশুর স্বাভাবিক মৃত্যু হয়েছে! তারপরও শিশুর বাবা ভয় আর আতঙ্ক নিয়ে তার আদরের ধনকে দুহাতে আঁকড়ে ধরে বুকের পাঁজড়ে মিশিয়ে ছুটে চলেছে কবরস্থানের দিকে। কয়েকজন আত্মীয় স্বজনও তার সঙ্গে। খুব সাবধানে তাদের পথ চলা। যদি কেউ বলে ফেলে করোনায় মারা গেছে এই শিশু, তা হলে তো আর রক্ষা নাই, নানা ঝামেলায় পড়তে হবে তাদের! এমন ভয়ে খুব দ্রুতই নিজ এলাকা পাড়ি দিচ্ছিলেন, এক বাবা তার মৃত শিশু সন্তানকে নিয়ে লাশ দাফন-কাফনে। রবিবার টঙ্গীর চেরাগআলী মার্কেট সুরতরঙ্গ রোডের এমন ঘটনা ছিল এটি। করোনার আতঙ্ক কতটা ভয়াবহতায় সর্বত্র ছড়িয়ে পড়েছে তা অনেক ঘটনার এমন একটি চিত্রই সমস্ত ঘটনার ভয়াবহতা তুলে ধরছে। আমার যাত্রা পথের বিপরীত দিক থেকে আসা একটি মানুষের বুকে কিছু একটা আঁকড়ে ধরে তাদের দ্রুত হাঁটার অস্বাভাবিকতায় আমার সাংবাদিকতার নেশায় এমন দৃশ্যের ছবি তুলতে থাকি আমি।
×