ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাট ইজারাদারকে জরিমানা

প্রকাশিত: ০৯:১৮, ২০ এপ্রিল ২০২০

 হাট ইজারাদারকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ এপ্রিল ॥ চাটমোহরে লকডাউন উপেক্ষা করে রেলবাজারে রবিবার হাট বসানোর অভিযোগে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। জানা গেছে, চাটমোহরে করোনা রোগী শনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষণা করে। লকডাউন উপেক্ষা করে রবিবার ভোর থেকে মানুষ পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের উদ্দেশে চাটমোহর হাটে আসে। বিষয়টি উপজেলা প্রশাসন অবহিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসাধারণকে দ্রুত হাট ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় হাটের ইজারাদারকে জনসমাগম করে করোনা ঝুঁকি সৃষ্টি করায় দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
×