ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় হামলা ॥ চেয়ারম্যানসহ আহত ৫

প্রকাশিত: ০৯:১৬, ২০ এপ্রিল ২০২০

 খুলনায় হামলা ॥ চেয়ারম্যানসহ আহত ৫

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পূর্ব শত্রুতার জের ধরে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ওপর প্রতিপক্ষ হামলা করায় তিনি আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর পর দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের ১৩ জনকে আটক করেছে। আহত চেয়ারম্যান বাড়িতেই চিকিৎসা গ্রহণ করছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বারাকপুর ইউপি চেয়ারম্যানের লোকজন বেলা ১১টার দিকে দোকান খোলা রাখায় বারাকপুর বাজারের বেশ কয়েক ব্যবসায়ীকে মারধর করে। এতে ৪-৫ জন আহত হন। এরই জের ধরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান গাজী জাকির হোসেন এবং তার ভাইসহ কয়েকজন একাধিক মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাজার এলাকায় চেয়ারম্যানের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এসময় তার ভাইসহ অন্যরা প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চেয়ারম্যান ও তার ভাই গুরুতর আহত হন।
×