ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ধান কেটে দিলেন ছাত্রলীগ কর্মীরা

প্রকাশিত: ০৯:১৫, ২০ এপ্রিল ২০২০

 শ্রীপুরে ধান কেটে দিলেন  ছাত্রলীগ কর্মীরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের কর্মীরা। করোনা পরিস্থিতিতে শ্রমিক না পাওয়ায় ছাত্রলীগের কর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। শনিবার সন্ধ্যা পর্যস্ত শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী কাওরাইদ ইউনিয়নের গুনিয়া ফকির পাড়া গ্রামের কৃষক সারফুল মিয়ার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় তারা। স্থানীয়রা জানান, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের গুনিয়া ফকির পাড়া গ্রামের সারফুল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে শ্রীপুরে শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছিলেন না কৃষক সারফুল। তিনি হতাশ হয়ে পড়েছিলেন। খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের উদ্যোগে স্থানীয় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী শনিবার দিনভর ওই কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন। ছাত্রলীগের এ কার্যক্রম স্থানীয়দের বেশ প্রশংসা জুগিয়েছে। ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যে কোন মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ।
×