ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর পাঁচ হাসপাতালে চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দিল নৌবাহিনী

প্রকাশিত: ০৯:০৮, ২০ এপ্রিল ২০২০

 রাজধানীর পাঁচ হাসপাতালে চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দিল নৌবাহিনী

করোনা মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও সোহরাওয়ার্দীসহ রাজধানীর পাঁচটি হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে। অন্য হাসপাতালগুলোর মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও আমর্ড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে এসব সামগ্রী দেয়া হয়। রবিবার নৌবাহিনীর পক্ষ থেকে এসব হাসপাতাল ও ল্যাবে কর্মরত ডাক্তার-নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে রাজধানীর এসব হাসপাতালে ১৪০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ৫৬০০ পিস মাস্ক, ৪৩০০ সেট গ্লাভস, ৭০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫০০০ পিস স্যু প্রোটেকশন ডিস্পেন্সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেয়া হয়। -আইএসপিআর
×