ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন থেকে চিকিৎসা সামগ্রী আনল বিমানবাহিনী

প্রকাশিত: ০৯:০৭, ২০ এপ্রিল ২০২০

 চীন থেকে চিকিৎসা  সামগ্রী আনল  বিমানবাহিনী

জনকণ্ঠ ডেস্ক ॥ বিমানবাহিনীর পরিবহন বিমান নোভেল করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রবিবার চীন থেকে ঢাকা ফিরেছে। সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্রবাহিনী বিভাগ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের প্রয়োজনীয় কিট, ১২,২২,০০০টি সার্জিক্যাল মাস্ক, ৭,৫০০ এন-৯৫ মাস্ক, ১৩০ ইলেকট্রিক থার্মোমিটার, ২,০০০টি প্রটেক্টিভ গ্লাভস, ১০,২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০,৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা (পিপিই)সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে। -আইএসপিআর
×