ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরা থেকে কাজ শুরু সাকিবের ফাউন্ডেশনের

প্রকাশিত: ০৮:৫৩, ২০ এপ্রিল ২০২০

 মাগুরা থেকে কাজ শুরু সাকিবের ফাউন্ডেশনের

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করেছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।’ এই ফাউন্ডেশনের কার্যক্রম এরই মধ্যে শুরু হচ্ছে সাকিবের নিজ জেলা মাগুরা থেকে। নিজের জন্মস্থানে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে পেরে দারুণ তৃপ্ত সাকিব আল হাসানও। যুক্তরাষ্ট্র থেকেই এই ফাউন্ডেশনের কর্মকান্ড এগিয়ে নিতে নির্দেশনা দিচ্ছেন। একের পর এক ভিডিও বার্তায় এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে সহযোগিতা চাইছেন। এরই মধ্যে তার ফাউন্ডেশনে জমা পড়েছে ৩৮ লাখ ৬৪ হাজার ৬৭৯ টাকা। তার এমন উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছে কনফিডেন্স গ্রুপ, মিশন সেভ। এছাড়া মাগুরায় এসিই এর সৌজন্যে ১ হাজার ৫০০ প্যাকেট খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর মাধ্যমে। শনিবার রাত ৯টায় ফেসবুকে তাই কৃতজ্ঞতা ঝরলো সাকিবের কণ্ঠে, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসিই-কে ধন্যবাদ জানাই, মাগুরায় সুবিধা বঞ্চিত পরিবারগুলোতে প্রয়োজনীয় দ্রব্য সংবলিত ১৫০০ প্যাকেট বিতরণের জন্য। এই দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানো খুবই জরুরী। এসিই’র কাছে আমরা কৃতজ্ঞ এভাবে পাশে থেকে ভালবাসা ছড়িয়ে দেয়ার জন্য। আপনারা সাধ্যমতো সাহায্য করুণ, যাতে আমাদের সবার অনুদানে অসহায় মানুষগুলোর জীবন বদলে দিতে পারি।’ আরেক ভিডিও বার্তায় সাকিব সকলকে এগিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের, আন্তরিকতার সঙ্গে যোগ দেয়ার জন্য। আমি সত্যিই দুঃখিত, ট্র্যাফিকের কারণে, সেশন চলাকালীন সময়ে আমাদের ওয়েবসাইটের সার্ভারটি সাময়িকভাবে ডাউন ছিল এবং আপনারা অনেকেই তখন অনুদান দিতে পারেননি। এটি এখন সফলভাবে রি-স্টোর করা হয়েছে এবং আপনাদের আবারও অনুদানের জন্য স্বাগত জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের, সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। ঐক্যবদ্ধ হয়েই আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারব।’
×