ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেপ্টেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: ০৮:৫৩, ২০ এপ্রিল ২০২০

 সেপ্টেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ মরণঘাতী করোনাভাইরাসের থাবায় সবকিছুর মতো থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। তবে ধীরে ধীরে অচলাবস্থা কাটার আভাস পাওয়া যাচ্ছে। এই যেমন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শুরুর দিনক্ষণ ঠিক হয়ে গেছে। নতুন সূচীতে আগামী সেপ্টেম্বরে মাঠে নামতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। আগের নিয়মেই খেলা হবে হোম ও এ্যাওয়ে ভিত্তিতে। সব ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছেছে দক্ষিণ আমেরিকা মহাদেশটির শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল। নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিওনেল মেসি, নেইমারদের খেলা মাঠে গড়াবে বলে জানিয়েছে সংস্থাটি। এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাছাইয়ের প্রথম দুই রাউন্ড স্থগিত করা হয়। গত সপ্তাহে ফিফা জানিয়েছিল, বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে চলতি বছরের সব আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করার কথা ভাবছে তারা।
×