ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাবধান- আইসিসি মনে করছে ওৎ পেতে আছে জুয়াড়িরা

প্রকাশিত: ০৮:৫৩, ২০ এপ্রিল ২০২০

 সাবধান-   আইসিসি মনে করছে ওৎ পেতে আছে জুয়াড়িরা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে বন্ধ ক্রিকেট। লকডাউনে খেলার মাঠ। বাইশ গজেও তালাবাচি। ক্রিকেটহীনতার অলস এই দিনগুলোতে ক্রিকেটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে জুয়াড়িরা- এমন বার্তা দিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আইসিসির দুর্নীতি দমন বিভাগ মনে করছে, ক্রিকেটাররা এখন সোস্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, এটাকে কাজে লাগিয়ে ফাঁদ তৈরি করতে পারে জুয়াড়িরা। সংস্থাটির দুর্নীতি-দমন শাখার প্রধান এ্যালেক্স মার্শাল বলেন, ‘আমাদের কাছে খবর আছে, এই সময়কে কাজে লাগাতে যারা দুর্নীতির জগতে পরিচিত, তারা নেমে পড়েছে। এখনই সোস্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি উপস্থিত থাকছেন ক্রিকেটাররা। এর ফলে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গডড়ে তুলে পরে, কাজে লাগাতে চাইবে ওরা।’ বিশ্বজুড়ে ক্রিকেটীয় কর্মকান্ড বন্ধ থাকলেও ম্যাচ-গড়াপেটার প্রস্তবাব নাও কমতে পারে বলে আশঙ্কা করছেন মার্শাল, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বিশ্বজুড়ে বন্ধ। কিন্তু দুর্নীতিবাজরা সক্রিয়ই রয়েছে। আমরা তাই সব সদস্য, ক্রিকেটার ও বৃহত্তর নেটওয়ার্ককে এই ব্যাপারে সতর্ক করেছি। সবাই যাতে এই ধরনের প্রস্তাবের বিপদ সম্পর্কে সচেতন থাকেন, তা নিশ্চিত করতে চাইছি।’ এখন ক্রিকেট বন্ধ। ফলে আয়ের পথও বন্ধ। যে ক্রিকেটাররা বড় অঙ্কের টাকা পান না, তারা এই সময় বিপদে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আর আর্থিক কারণেই তারা গড়াপেটার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রস্তাবে সাড়া দিতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে। ক্রিকেটে অপরাধ, ফিক্সিং, জুয়া বরাবরই বড় একটি সমস্যা। যে ফাঁদে পা দিয়ে অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, অনেকে নিক্ষিপ্ত হয়েছেন আস্তাকুঁড়ে। তাই বলে করোনায় খেলাহীন মাঠেও যে তারা তৎপর, সেটা হয়ত অনেকেই ভাবতে পারেনি। সেই কারণেই ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে আইসিসি।
×