ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাট নিলামে তুলবেন মুশফিক

প্রকাশিত: ০৮:৫২, ২০ এপ্রিল ২০২০

ব্যাট নিলামে তুলবেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান শনিবার স্মারক ব্যাট, জার্সি নিলামে তোলার কথা বলেছিলেন। রবিবারই জানা গেছে, নিলামে উঠবে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমের প্রথম দ্বিশতকের ব্যাট। ঐতিহাসিক এ ব্যাট নিলামে তুলবেন মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করে দেখান মুশফিক। সেই ব্যাট নিলামে উঠবে। সাত বছর আগে ২০১৩ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিহাস গড়ে ছিলেন মুশফিক। নিজের সেই দ্বিশতক হাঁকানোর স্মৃতি মুশফিকের কাছে এখনও অমলিন। মুশফিক তো বটেই, বাংলাদেশের ক্রিকেটের জন্যও দিনটি ছিল অবিস্মরণীয়। দেশের প্রথম কোন ব্যাটসম্যান যে ওইদিন ডাবল সেঞ্চুরির ক্লাবে পা রেখে ছিলেন। পরে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লাল বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন আরও দুটি। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ঢাকায় ২১৯* (১১ নবেম্বর, ২০১৮) ও ২০৩* (২২ ফেব্রুয়ারি, ২০২০)। তবে প্রথম ডাবল সেঞ্চুরির স্মৃতিটা একটু আলাদা। প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি সযতেœ রেখে দিয়েছেন নিজের কাছে। কিন্তু করোনাভাইরাস মহামারীতে নিজের সেই স্মারক তুলতে যাচ্ছেন নিলামে। কোন অনলাইন অকশন কোম্পানির মাধ্যমে বিশেষ ব্যাটটি নিলামে তুলতে চান বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। কিন্তু দেশে কোন অনলাইন অকশনের প্লাটফর্ম না থাকায় পুরো ব্যাপারটা এখন রয়েছে আলোচনার পর্যায়ে। মুশফিকুর রহীম শুরুতে করোনা যুদ্ধে নেমেছেন যৌথভাবে। জাতীয় দলের ২৭ ক্রিকেটার মিলে ৩০ লাখ টাকার যে তহবিল গড়েছেন, তাতে অংশীদার হয়েছেন। নিজের এক মাসের বেতনের অর্ধেক দান করেছেন। করোনা তহবিলে দিয়েছেন ৩ লাখ ১০ হাজার টাকা। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও পাঠিয়েছেন মুশফিক। ২০০টি করে পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট), গ্লাভস, মাস্ক ও হেড কাভার দিয়েছেন। বগুড়ায় নিজের এলাকায় অসহায় ও দুস্থদের করেছেন আর্থিক সহযোগিতা। এখন তিনি প্রথম দ্বিশতকের ব্যাট নিলামে তুলবেন। যে অর্থ পাবেন, তা দিয়ে গরিব, দুস্থ, অসহায়দের সহায়তা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুশফিক জানিয়েছেন, কোন অনলাইন প্ল্যাটফর্মে নিলামে তোলার ইচ্ছে আছে তার। নিজের কাছে থাকা স্মারকগুলোর মধ্যে মুশফিকের হৃদয়ের খুব কাছে এই ব্যাট। কিন্তু দুস্থদের সহায়তায় এমন প্রিয় কিছু হাতছাড়া করতে খুব একটা ভাবতে হয়নি, জানালেন মুশফিক। অবশ্যই ব্যাটটি আমার কাছে স্পেশাল। এ রকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভাললাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি। আমার এই ত্যাগের কারণে যদি দুই-একজন মানুষেরও উপকার হয়, এই দুঃসময়ে তারা কিছু সাহায্য পায়, তাহলে সেটিই আমার জন্য হবে বড় পাওয়া। সমৃদ্ধ ক্যারিয়ারে নিজের অনেক স্মারকই তার সংগ্রহে আছে। মুশফিক জানালেন, ডাবল সেঞ্চুরির ব্যাটে ভাল সাড়া পেলে অন্যগুলোও নিলামে তুলবেন। যদি দেখি যে ডাবল সেঞ্চুরির ব্যাটে ভাল সাড়া মিলছে, তাহলে আমার কাছে আরও স্মারক আছে, সেগুলোও নিলামে তুলব। আমার ত্যাগ থেকে যদি মানুষের উপকার হয়, এর থেকে ভাল কিছু আর হতে পারে না আমার কাছে। মুশফিকের বিভিন্ন বিষয় তদারকি করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকোর এক কর্মকর্তা বলেছেন, ‘মুশফিকের ব্যাট কীভাবে নিলামে উঠানো যায়, আমরা সেই চিন্তা ভাবনা করছি। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’ নিলাম প্রসঙ্গে নিবকোর সেই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের দেশে যেহেতু নিলামের সংস্কৃতি নেই। সুতরাং আমরা কীভাবে কী করব, সেটা নিয়ে ভাবছি। ভাল একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করব। ব্যাটের মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গুরুত্ব থাকে না। এ কারণে আমরা ভাবছি মূল্যটা কি উন্মক্ত করব, নাকি ভিত্তিমূল্য ঠিক করে নিলামে তুলব। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতে পারব। মুশফিকের খেলার সরঞ্জামাদি নিলামে তোলার ভাবনার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলার ঘটনা। যেখান থেকে প্রায় ৮০ লাখ টাকা পেয়েছেন বাটলার। শুধু মুশফিক নন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঝড়ো ফিফটির ইনিংস খেলা ব্যাট দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ভারতের বিরুদ্ধে টি২০তে ৮১ রানের ইনিংস খেলা ব্যাট দেবেন মোহাম্মদ নাঈম শেখ। দলের অন্যান্য ক্রিকেটাররাও দেবেন নিজেদের ব্যাট, গ্লাভস, হেলমেট কিংবা অন্যান্য সরঞ্জাম। এ ব্যাট, জার্সি, গ্লাভস, হেলমেটও নিলামে উঠবে। যে অর্থ মিলবে, তা সহায়তা দেয়া হবে।
×