ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বখ্যাত শিল্পীদের অনলাইন কনসার্ট

প্রকাশিত: ০৮:১৬, ১৯ এপ্রিল ২০২০

বিশ্বখ্যাত শিল্পীদের অনলাইন কনসার্ট

অনলাইন ডেস্ক ॥ বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা যে যার ঘরে থেকে একসঙ্গে একই কনসার্টে গান গাইলেন। বিশ্বের কোটি কোটি শ্রোতাদের জন্য ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শীর্ষক এই কনসার্টে গান করেন এলটন জন, লেডি গাগা, বিলি আইলিশ, জন লিজেন্ড, স্যাম স্মিথ, শন মেন্ডিস ও দ্য রোলিং স্টোন্সসহ আরও অনেকে। আজ রবিবার (১৯ এপ্রিল) এই অনলাইন কনসার্ট আয়োজন করে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (হু) এবং অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন। বিশ্বব্যাপী করোনা মহামারিতে যারা সম্মুখসমরে লড়ছেন, সেই স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান জানানো ও তাদের অবদানের স্বীকৃতি দিতেই এই আয়োজন করা হয়। ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ কনসার্টে বিশ্বখ্যাত শিল্পীদের গান ঘরে বসে উপভোগ করেন বিশ্বের কোটি কোটি দর্শক-শ্রোতা। শিল্পীরাও যে যার ঘরে থেকেই অংশ নেন এই কনসার্টে। প্রতিকূল পরিস্থিতিতে মনের মধ্যে আশা জাগিয়ে তোলাই ছিল শিল্পীদের পরিবেশিত গানগুলোর মূল প্রতিপাদ্য।
×