ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে সংঘর্ষে নিহত ৩২

প্রকাশিত: ০৭:২০, ২০ এপ্রিল ২০২০

 মিয়ানমারে সংঘর্ষে নিহত ৩২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য রাখাইন ও চীনে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের কয়েক সপ্তাহের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। নিহত এ বেসামরিকদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটি মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসেরও অভিযোগ করেছে। মিয়ানমার সেনাবাহিনীর এক মুখপাত্র জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর আরও স্বায়ত্তশাসনের জন্য সশস্ত্র লড়াইয়ে নামা আরাকান আর্মির সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারের সামরিক বাহিনীর তুমুল যুদ্ধ চলছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রুপার্ট কলভিল বলেন, মিয়ানমারের সেনাবাহিনী প্রায় প্রতিদিনই জনবহুল এলাকাগুলোতে বিমান হামলা ও গোলাবর্ষণ করে যাচ্ছে। - ওয়েবসাইট
×