ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে ১১ মে পর্যন্ত লকডাউন চলবে

প্রকাশিত: ০৭:১৯, ২০ এপ্রিল ২০২০

 ফ্রান্সে ১১ মে পর্যন্ত  লকডাউন চলবে

ফ্রান্সে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও নার্সিংহোমে ৬৪২ জন মারা গেছে। শনিবার এ কথা জানিয়ে বলা হয়, হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ারে মৃত্যুর সংখ্যা কমছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৬৪ জন এবং নার্সিংহোমে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩২৩ জন। খবর এএফপি ও বিবিসির। তবে কয়েকদিনে হাসপাতালে রোগীর সংখ্যা ৫৫১ জন কমে বর্তমানে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৩৯ জন এবং ইনটেনসিভ কেয়ারে রোগী ১৯৪ জন কমে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৩ জন। হাসপাতালে রোগীর সংখ্যা পরপর চতুর্থ দিনের মতো এবং ইনটেনসিভ কেয়ারে পরপর দশম দিনে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। গত ১৭ মার্চ থেকে ফ্রান্সে লকডাউন অব্যাহত রয়েছে। এতে করোনা বিস্তারের প্রবণতা কমে আসছে। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছেন, লকডাউন ১১ মে পর্যন্ত চলবে। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘এমন অনেক কিছুই ঘটেছে যা আমরা জানি না।
×