ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে মুখ দেখে ত্রাণ বিতরণ ॥ সহায়তা পেয়েছে ৬৬ হাজার পরিবার

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ এপ্রিল ২০২০

 যশোরে মুখ দেখে ত্রাণ বিতরণ ॥ সহায়তা পেয়েছে ৬৬ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সাধারণ ছুটির মাধ্যমে মানুষজনকে ঘরে রাখার চেষ্টা করছে সরকার। ফলে এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষজন পুরোপুরি বেকার হয়ে পড়েছে। আর কর্মহীন এসব দরিদ্র মানুষের যাতে না খেয়ে থাকতে হয় সেজন্য তাদের সরকারী ত্রাণ দেয়া হচ্ছে। কিন্তু এরপরও যশোরের কয়েকটি এলাকায় খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ হয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের খাদ্য সহায়তা না পেয়ে ঘর ছেড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। তবে যশোরে পরিচালিত সরকারের ত্রাণ কার্যক্রমের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। পরিসংখ্যান অনুযায়ী ‘অচলাবস্থা’ শুরুর পর থেকে যশোরে ৬৬ হাজার ২০০ পরিবার সরকারী এই সহায়তা পেয়েছে। ওই সংখ্যক পরিবারের মধ্যে সরকারী বরাদ্দের ৬৯৬ টন বা ৬ লাখ ৯৬ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরিবারগুলোর মাঝে ৩৮ লাখ ৩৯ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। জানা গেছে, প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই ত্রাণ সহায়তা চলমান রয়েছে। জানা গেছে, সরকারী এই ত্রাণ বিতরণ হলেও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর অনেকের কাছে সেটি পৌঁছনি। অচলাবস্থার জন্য সত্যিকার অর্থেই যারা বেকার হয়ে পড়েছেন, তাদের অনেকই এই সহায়তা প্রাপ্তি থেকে বাদ পড়েছেন।
×