ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় মৃতদের দাফনে এগিয়ে এলো একদল যুবক

প্রকাশিত: ০৯:৩৭, ১৮ এপ্রিল ২০২০

 করোনায় মৃতদের দাফনে এগিয়ে এলো একদল  যুবক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিতে এগিয়ে এসেছে শরীফ-বিদ্যুত স্মৃতি ফাউন্ডেশনের এক যুবক। উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের মোঃ সাইদুর রহমানের উদ্যোগে ‘শরীফ-বিদ্যুত স্মৃতি ফাউন্ডেশন’ এর সদস্যরা করোনায় আক্রান্ত রোগীরা মৃত্যুবরণ করলে তাদের স্বেচ্ছায় দাফনের করে দেবেন। করোনার মৃত ব্যক্তির দাফন কাফনের সব দায়িত্ব নেবে এই স্বেচ্ছাসেবী দল। শুক্রবার সকলের উৎসাহে পিপিই পরে একদল স্বেচ্ছাসেবী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। সদস্যরা জানান, কায়েতপাড়াকে সুন্দর ও নিরাপদ রাখতে, অসহায়দের পাশে দাঁড়াতে, করোনায় কোন রোগী আক্রান্ত হলে তাকে সহজে চিকিৎসা পাইয়ে দিতে সহযোগিতা করা হবে। আর যদি কোন লোক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে তাদের দাফন কাফনের দায়িত্ব নেবে এই স্বেচ্ছাসেবী দল। তাদের একটাই স্লোগান করোনায় হতাশ হবেন না, ভীত হবেন না, ঘরে থাকুন, ঘন ঘন হাত ধৌত করুন, নিজে নিরাপদে থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন। কোন সমস্যা গোপন না রেখে আমাদের স্বেচ্ছাসেবী দলকে ডাকুন।
×