ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্রাণের দাবিতে দুস্থদের প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৩৬, ১৮ এপ্রিল ২০২০

 ত্রাণের দাবিতে দুস্থদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ খাদ্য কষ্টে থাকা সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকার শত শত দিনমজুর ও দুস্থ পরিবারের সদস্যরা স্থানীয় আম বাগানে প্রতিবাদ করেছে। করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি কোন প্রকার ত্রাণ না পাওয়ায় দুস্থদের পক্ষ থেকে ত্রাণের দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ স্বরূপ এই জমায়েত করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আকমল হোসেন, জামাল সরদার, মজনু সরদার, বিনা খাতুন, আহসান হাবিব, রিন্টু প্রামাণিক, মনির হোসেন, সোহেল সরদার, শাহিন হোসেন, রোকেয়া বেগম, ফেরোজা বেগম, নুরজাহান, ইনারা বেগমসহ অন্যরা সরকারী ত্রাণ না পাওয়ার প্রতিবাদ করে বক্তব্য দেন। বক্তারা জরুরী ভিত্তিতে প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া খাদ্যসামগ্রী প্রদানের দাবি জানান। এর আগে বৃহস্পতিবার সকালে মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া গ্রামের কয়েক শ’ দিনমজুর নারী-পুরুষরাও প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে।
×