ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রাণের জন্য নাম অন্তর্ভুক্ত করার আহ্বান চসিক মেয়রের

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ এপ্রিল ২০২০

 ত্রাণের জন্য নাম  অন্তর্ভুক্ত করার  আহ্বান চসিক  মেয়রের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন মহানগর ৪১ ওয়ার্ডের গরিব ও কর্মহীন অসচ্ছল পরিবারগুলোকে সোমবারের মধ্যে নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা তালিকার বাইরে থাকবেন তারা ত্রাণ থেকে বঞ্চিত হবেন। মেয়র এক বিবৃতিতে বলেছেন, নগরীর ৪১ ওয়ার্ডে তালিকাভুক্ত গরিব ও অসচ্ছল পরিবারের মাঝে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে তালিকাভুক্ত না হওয়ায় এখনও পর্যন্ত অনেক গরিব ও কর্মহীন অসচ্ছল পরিবার ত্রাণসামগ্রী পেতে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক গরিব ও অসচ্ছল পরিবারকে আপদকালীন ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া। তিনি জানান, ইতোমধ্যে সরকারীভাবে ৫৯০ টন খাদ্য সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে ১৯০ টন বিলি করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে অবশিষ্ট খাদ্যসামগ্রী বিলি করা হবে।
×