ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রাণ বিতরণে অনিয়ম

কুমিল্লায় প্রতিবাদী যুবকের বিরুদ্ধে পাল্টা মামলা

প্রকাশিত: ০৯:৩৪, ১৮ এপ্রিল ২০২০

  কুমিল্লায় প্রতিবাদী যুবকের বিরুদ্ধে পাল্টা মামলা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ এপ্রিল ॥ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর গ্রামে ত্রাণ বিতরণের অনিয়মের প্রতিবাদ করায় মাঈন উদ্দিন আহমেদ রুবেল নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর প্রতিপক্ষ আহত ওই যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় পাল্টা মামলা দায়ের করেছে। এদিকে অপর ঘটনায় জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃক এক শিক্ষকের স্ত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তার স্বামী স্থানীয় বেতরা গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার আটদিন পর বৃহস্পতিবার রাতে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
×