ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীরবে দান করলেন হ্যালেপ

প্রকাশিত: ০৮:০২, ১৮ এপ্রিল ২০২০

 নীরবে দান করলেন হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন এবার সিমোনা হ্যালেপ। তবে নীরবেই এটা করেছেন রোমানিয়ান তারকা। এ প্রসঙ্গে হ্যালেপ বলেন, ‘হ্যা, এটা সত্য। পরিমাণটা ৩০,০০০ ইউরো। খবরটা আমি দেখিনি। এই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড টনির সঙ্গে বাড়িতেই অবস্থান করছি। তবে আমরা দেখেছি এই সময়টাতে সাধারণ মানুষ কতই না কষ্টে জীবনযাপন করছে। যে কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দান করার অর্থটা কী পরিমাণ সেটা আমার কাছে কখনোই মুখ্য বিষয় নয় বরং এই সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি সেটাই বড় কথা।’ সিমোনা হ্যালেপ এ সময় আরও বলেন, ‘এ বিষয়টা একেবারেই হৃদয় থেকে আসে। এই দানের বিষয়টা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিতে পছন্দ করিনি। ডাক্তার এবং রোমানিয়ানদের এই সময়ে সহায়তা প্রয়োজন ‘এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের সব কিছুই বন্ধ। সব ধরনের টেনিস টুর্নামেন্টও স্থগিত ঘোষণা করা হয়েছে। যে কারণে এই মুহূর্তে ঘরবন্দী জীবনযাপন করছেন সব খেলোয়াড়রা। সিমোনা হ্যালেপও তার ব্যতিক্রম নয়। তবে কেমন কাটছে তার দিনকাল? এ প্রসঙ্গে রোমানিয়ান তারকা বলেন, ‘বন্ধু-বান্ধবদের সঙ্গটা এই মুহূর্তে খুব মিস করছি। একসঙ্গে হতে পারছি না আমরা। আমি শহরে যেতে খুব পছন্দ করতাম। একসঙ্গে বসে হাসাহাসি করা, গল্প করাটা আমার দারুণ শখ। কিন্তু এখন পুরোপুরি আইসোলেশনে আছি। গত ৯ মার্চ থেকে অচেনা কারও সঙ্গেই দেখা-সাক্ষাত করছি না আমি। বর্তমান প্রেক্ষাপটে ৬ থেকে ৭ সপ্তাহ ধরেই বাড়িতে অবস্থান করছি আমি। একটা জায়গায় এতদিন এভাবে থাকাটা আমার জন্য বিস্ময়কর ব্যাপার। যা এর আগে কখনোই এমনটা হয়নি। এই সময়টাতে প্রচুর ঘুমাচ্ছি আমি।’ এদিকে করোনা লড়াইয়ে অবদান রাখতে ডেটিংয়ে যাওয়ার কথা জানান ইউজেনি বাউচার্ড। যদিওবা ডেটিংয়ে যাওয়া তার কাছে কোন বিশেষ কিছু নয়। মাঝেমধ্যেই চেনা কিংবা অচেনা লোকের সঙ্গে ডেটিংয়ে গিয়ে শিরোনাম হন। একবার সোশ্যাল সাইটে বাজিতে হেরেও ডেটিংয়ে গিয়েছিলেন। সেই ইউজেনি বাউচার্ড আবারও ডেটিংয়ে যাচ্ছেন, তবে মজার জন্য নয়। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্যই তার এই ডেটিং যাত্রা।
×