ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রুবেলের লড়াই অব্যাহত

প্রকাশিত: ০৮:০১, ১৮ এপ্রিল ২০২০

 রুবেলের লড়াই অব্যাহত

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। করোনা প্রতিরোধের অন্যতম উপায় কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা পালন করা। বাংলাদেশের ক্রিকেটাররা এই দুর্যোগময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুসারে বিভিন্ন অবদান রাখছেন। অনেক আগেই অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। প্রতিনিয়তই দেশের সঙ্কটময় সময়ে বিভিন্ন বিষয়ে ফেসবুকে নিজস্ব মতামত দিচ্ছেন আবার জন সাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তাও দিয়ে যাচ্ছেন। এবার তিনি নিজ জেলা বাগেরহাটের মানুষদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শারীরিক পরিস্থিতি জানার জন্য অবদান রাখলেন। সেজন্য জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে ২০টি থার্মাল স্ক্যানার হস্তান্তর করেছেন। করোনা মোকাবেলায় প্রথম থেকেই রুবেল বেশ লড়াই চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের মাঝে একেবারে শুরুতেই খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। নিয়মিতই সরকারী ত্রাণ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এসব নিয়ে সোচ্চার তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে। এর পাশাপাশি করোনা প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন বার্তাও তিনি দিয়ে যাচ্ছেন দেশের মানুষকে। এবার নিজ জেলা বাগেরহাটে সাধারণ মানুষের সুবিধার্থে ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন রুবেল।
×