ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার পর প্রিমিয়ার লীগ নিয়ে যা বললেন রুপু

প্রকাশিত: ০৮:০০, ১৮ এপ্রিল ২০২০

 করোনার পর প্রিমিয়ার লীগ নিয়ে যা বললেন রুপু

স্পোটস রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফুটবলারদের ফিটনেস বিবেচনায় অন্তত এক মাস সময় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু করা উচিত- এমনটাই মনে করেন ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। এ সময় দলের দেশী-বিদেশী ফুটবলারসহ কোচিং স্টাফরা নিবিড় পর্যবেক্ষণে আছেন বলেও জানান তিনি। সেই সঙ্গে এবার ট্রফি জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না প্রিমিয়ার লীগের ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। করোনার ভয়াল থাবায় স্তব্ধ ক্রীড়াঙ্গন। বিশ্বব্যাপী ক্রমান্বয়ে কোভিড-১৯ মহামারী রূপ নিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের শঙ্কায় দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে কালো ছায়া। এমন কঠিন পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বাফুফে। লীগ স্থগিত হওয়ায় ক্লাবগুলোও ফ্রটবলারদের ছুটিতে পাঠিয়েছে। যদিও বেশিরভাগ ক্লাবের বিদেশী ফুটবলারসহ কোচিং স্টাফরা ক্লাবে অবসর সময় পার করছে। মাঠে খেলা না থাকায় ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তিত ক্লাব কর্তারা।
×