ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বার্সিলোনার মেরুদন্ড লিওনেল মেসি’

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ এপ্রিল ২০২০

‘বার্সিলোনার মেরুদন্ড লিওনেল মেসি’

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে বার্সিলোনায় লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে একটু বেশিই আলোচনা হচ্ছে। অনেকের ধারণা, শেষ পর্যন্ত হয়ত ন্যুক্যাম্প ছাড়তে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে গত সপ্তাহে রেকর্ড সর্বোচ্চ ছয়বারের ফিফা সেরা তারকা নিজেই জানিয়েছেন, বার্সা ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না। মেসির মতো অভিন্ন মত, বার্সার বর্তমান ও সাবেক কর্তাদের। এই যেমন বার্সার সদ্য সাবেক ভাইস-প্রেসিডেন্ট এমিলি রোউসান্ড জানিয়েছেন, মেসি কোথাও যাবেন না। গত সপ্তাহে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্টোমেউয়ের চলমান কার্যপ্রণালীর বিরোধিতা করে আরও ৫ কর্মকর্তার সঙ্গে বোর্ড থেকে পদত্যাগ করেন তিনি। রোউসান্ড বোর্ড থেকে পদত্যাগ করলেও মেসির ভবিষ্যত ও পিএসজি থেকে নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাতকারে রোউসান্ড বলেন, আমি মনে করি, মেসি এবং বার্সিলোনা নতুন চুক্তিতে পৌঁছাবে। চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষই কিছু বিষয় অবশ্যই ছাড় ও অনুমোদন দেবে। তবে আমি খুবই আশ্চর্য হব যদি এই সুন্দর গল্পটি বেশিদিন অব্যাহত না থাকে। আমার দৃঢ় বিশ্বাস মেসি এখানেই (ন্যুক্যাম্প) থাকবে। কারণ মেসি ছাড়া বার্সা অচল; সে দলটির মেরুদ-। তিনি আরও বলেন, আমার ধারণা যত দ্রুতসম্ভব নেইমারকে ফিরিয়ে আনা হবে। কারণ মেসির সঙ্গে নেইমারের বোঝাপড়াটা খুবই ভাল। বার্সিলোনার সঙ্গে মেসির চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। তবে ধারণা করা হচ্ছে, গুঞ্জনের ডালপালার অবসান ঘটাতে কাতালানরা হয়ত শীঘ্রই মেসির সঙ্গে নতুন চুক্তি করবে। স্প্যানিশ পরাশক্তি বার্সার সঙ্গে আত্মিক সম্পর্ক মেসির। সেই ছেলেবেলা থেকে কাতালান ক্লাবটিতে খেলে যাচ্ছেন। মাঝেমধ্যে যে ন্যুক্যাম্প ছাড়ার গুঞ্জন রটে না তা নয়। তবে বারবারই মেসি জানিয়েছেন, প্রাণের ক্লাব ছেড়ে কোথাও উড়াল দেবেন না। তবে যদি যেতেই হয় ক্যারিয়ারের সাহাহ্নে ফিরে যাবেন নিজ দেশ আর্জেন্টিনার ক্লাবে। কিন্তু এর বাইরে অন্য ক্লাবে যাওয়ার খবরও রটে মাঝেমধ্যে। এই যেমন সপ্তাহখানেক আগে গুঞ্জন রটে, আগামী গ্রীষ্মকালীন দল বদলে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে মেসি বিষয়টি নাকচ করে দিয়েছেন। চলতি মৌসুমে বার্সার কর্মকর্তাদের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না মেসির। এ জন্যই আগামী গ্রীষ্মে রেকর্ড ছয়বার ফিফা সেরা তারকার দল বদলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার সঙ্গে ইতালিয়ান জানান্ট ইন্টার মিলানের একটা সংযোগ খুঁজে পাওয়ার দাবি জানায় একাধিক সংবাদমাধ্যম। গুঞ্জনে ঘি ঢেলে কিছুদিন আগে ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি দাবি করেছিলেন, মেসির সঙ্গে চুক্তি করা সিরি এ র ক্লাবটির পক্ষে অসম্ভব নয়। তিনি বলেছিলেন, আমি মনে করি না এটা (মেসিকে ইন্টারে নিয়ে আসা) নিষিদ্ধ স্বপ্ন। চুক্তির শেষ পর্যায়ে আছে মেসি এবং অবশ্যই তাকে এখানে (ইন্টারে) আনার চেষ্টা করা হবে। আমি জানি না এই (করোনা) পরিস্থিতি কিছু পাল্টে দেবে কি না। কিন্তু আমার ধারণা বছর শেষে আমরা অদ্ভুত কিছু দেখতে পাব। তবে ইন্টারে যাওয়ার এই বিষয়টি পরবর্তীতে গুজব হিসেবেই চিহ্নিত হয়েছে। আর গুঞ্জনের অবসান ঘটাতে কাতালানরাও চাইছে দ্রুত নতুন চুক্তি করতে। কারণ দলটির সভাপতিসহ সবাই সবসময় স্বীকার করেন, মেসিই বার্সিলোনার মেরুদন্ড।
×