ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঙ্কটময় সময়ে ক্রিকেটারদের জন্য স্বস্তি

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ এপ্রিল ২০২০

সঙ্কটময় সময়ে ক্রিকেটারদের জন্য স্বস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে স্থবির বাংলাদেশও। এই মুহূর্তে তাই কোন ধরনের কর্মযজ্ঞই নেই। ক্রীড়াঙ্গনও স্থবির, ক্রিকেটাররা আছেন ঘরেই। এমন সঙ্কটময় সময়ে স্বস্তির খবর পেয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে থাকা ৯১ জন প্রথম শ্রেণীর ক্রিকেটার ৩ মাসের বেতন একসঙ্গে পেয়েছেন। সাধারণত ৬ মাসের বেতন একসঙ্গে পেয়ে থাকেন ক্রিকেটাররা। কিন্তু এবার করোনাভাইরাস সঙ্কটের জন্যই আগেভাগে বেতন দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। এছাড়া এখন প্রতিমাসেই বেতন নগদ পাবেন ক্রিকেটাররাও এমনও জানিয়েছে তারা। আর এতে দারুণ স্বস্তি প্রকাশ করেছেন কয়েকজন ক্রিকেটার। গত মাসের মাঝ সময় থেকেই ক্রিকেট কর্মকান্ড স্থগিত রয়েছে। শুরু করেও বন্ধ করতে হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। তাই ক্রিকেটাররা পড়ে গেছেন মহাবিপদে। এই কারণে কিছুদিন আগেই দেশের ৯৬ ক্রিকেটারকে এককালীন জনপ্রতি ৩০ হাজার টাকা করে অনুদান দিয়েছে বিসিবি। এবার এই ক্রিকেটারদের জন্য আরেকটি স্বস্তিদায়ক খবর হচ্ছে ৩ মাসের বেতন একসঙ্গে পেয়েছেন তারা। বিসিবির চুক্তিতে থাকা ৯১ জন প্রথমশ্রেণীর ক্রিকেটাররা পেয়েছেন জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের বেতন একসঙ্গেই। বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে এ বিষয়ে এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ক্রিকেটারদের এবারের বেতন দিয়ে দিয়েছি। এর আগে ৬ মাস পর পর দেয়া হতো কিন্তু এবার পরিস্থিতি বিবেচনায় তা করা হয়নি। মার্চের পর প্রতিমাসেরটা পাবেন খেলোয়াড়রা।’
×