ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবসর সময় কাটুক ইউটিউবে

প্রকাশিত: ০৭:৪৪, ১৮ এপ্রিল ২০২০

অবসর সময় কাটুক ইউটিউবে

রাস্তায় বের হওয়া যাবে না। বেশ কিছুদিন ধরে বিশেষ কারণে এই ব্যবস্থা। যারা নিয়মিত কাজ করতে অভ্যস্ত তারা কিছুটা বের হচ্ছেন। এটাও স্বাভাবিক। কিন্তু তাদের এই সামান্য অখন্ড অবসরে সময়টাকে কাজে লাগাতে পারেন। তথ্যপ্রযুক্তির বিকাশমান অগ্রগতিতে আমরা নিজেদের বহু আগেই পরিবর্তন করে ফেলেছি। সেই পুরনো টুজি ফোনের জায়গায় বহু আগে থেকেই রাজত্ব করছে স্মার্ট ফোন। এই ফোনটিই হতে পারে আমাদের জন্য এই সময়ে এসে অবসর সময়টাকে কাজে লাগানোর বিশাল একটি উপকরণ। বিশাল সাইবার দুনিয়াটা এখনো পুরোদমে সচল আছে। সেটার নমুনা আমরা প্রতিদিন সামাজিক যোগাযোগ জনপ্রিয় মাধ্যম ফেসবুকে দেখতে পাই। যত না মানুষ বর্তমান সময়ে এসে টিভির কচকচানি আর একঘেয়েমি দেখছে তার থেকে ঢের সময় দিচ্ছে ফেসবুকে আর অনলাইন নিউজ পোর্টালে। আপনি যদি আর একটু সমজদার লোক হোন তাহলে তো কথায় নেই। সুখে-দুঃখে গান শোনা, অবসরে নাটক কিংবা সিনেমা দেখা; ইউটিউব অনেকের কাছে এসবের নামান্তর। অথচ ভিডিও দেখার এই মাধ্যমটি রীতিমতো জ্ঞানের সমুদ্র। আধুনিক যুগের তরুণরা কোচিং মাস্টার হওয়ার পরিবর্তে ইউটিউব মাস্টার হয়ে যাচ্ছেন। নিজের বাড়িতে কিংবা ছোটখাটো স্টুডিওতে অঙ্ক-ইংরেজী শেখানোর ভিডিও বানাচ্ছেন। সেগুলো পোস্ট করছেন। শিক্ষার্থীরা দেখে দেখে যেমন উপকৃত হচ্ছেন, তেমনি সংশ্লিষ্ট শিক্ষকের আয়ও হচ্ছে। শিক্ষাবিষয়ক কার্যক্রমের বাইরে ইউটিউবে আরও অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। কেউ গান শেখাচ্ছেন, কেউ রান্না শেখাচ্ছেন, কেউ ফুটবল কিংবা ক্রিকেট শেখাচ্ছেন। এসব ভিডিও থেকে কিভাবে আয় করতে হয়, সেটি ক্লিক-এর পূর্বের অনেক লেখায় আপনারা জেনেছেন। আজ এমন কিছু চ্যানেল নিয়ে আলোচনা করা হবে, যেখানে শুধুই শিক্ষাবিষয়ক ভিডিও পাওয়া যায়। টেন মিনিট স্কুল এই ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউবে বিনা খরচে পড়ালেখা করা যায়। এখানে একটু ভিন্নভাবে, কৌশল আর সৃজনশীলতার মিশেলে শেখানো হয়। স্কুলটির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে এখানে রয়েছে অজ মডেল টেস্ট আর কুইজ। শুধু তা-ই নয়, জেএসসি, এসএসসি, বিসিএস পরীক্ষা, ব্যাংকে চাকরির পরীক্ষার জন্যও নানা প্রকার কুইজ আর ভিডিও টিউটোরিয়াল রয়েছে সাইটটিতে। এখানেই শেষ নয়। বিদেশে পড়ালেখা করতে হলে পরীক্ষার নামে যে বাধা পেরিয়ে আসতে হয়, সে বাধাকে সহজ করার জন্য ঝঅঞ, এজঊ, এগঅঞ আর ওঊখঞঝ এর অনুশীলনের জন্যও টেন মিনিট স্কুলে আছে ১০ মিনিটের মজাদার সব মডেল টেস্ট আর কুইজ। এসব মডেল টেস্ট দেওয়ার পর শিক্ষার্থীর কাজ হয়তো শেষ, কিন্তু স্কুলটার কাজ শেষ নয়; বরং আসল কাজ তখনই শুরু। উত্তর মূল্যায়ন করা, অন্যদের ফলাফলের সঙ্গে তুলনা করার পর ফলাফল অনুসারে প্রতিক্রিয়াও জানায় অনলাইন এ সাইটটি। শিক্ষাবিষয়ক চ্যানেলের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তিনটি চ্যানেলই বাংলাদেশে শীর্ষে। ইউটিউবে খান একাডেমি বাংলা। চ্যানেলের প্রতিষ্ঠাতা সালমান খান। প্রথমে তিনি আমেরিকায় খান একাডেমি নামে একটি অনলাইন স্কুল শুরু করেছিলেন। বাংলাদেশী বংশোদ্ভূত হওয়ায় বাংলাকে তিনি আপন করে নিতে চেয়েছেন। আর তাই বাংলায়ও চ্যানেল খুলেছেন। গণিত আর ইংরেজী দিয়ে হলেও আজ পৃথিবীর চেনা প্রায় সব লেখাপড়ার বিষয়ই পাবেন খান একাডেমির ইউটিউব চ্যানেলে। অর্থনীতির কঠিন কোন সূত্র বুঝতে পারছেন না? পদার্থবিজ্ঞানের জটিল কোন বিষয় পড়তে বসে হিমশিম খাচ্ছেন? ইংরেজী ব্যাকরণ আপনাকে ভোগাচ্ছে? খান একাডেমি সব বুঝিয়ে দেবে আপনাকে। এজন্যই খান একাডেমি ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলগুলোর একটি। অন্যরকম পাঠশালা এই স্কুলটি ২০১২ প্রায় তিন লাখের মতো সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটি মূলত বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও বানায়। ভিডিওগুলোর উদ্দেশ্যই হলো প্রতিটি টপিক এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে শিক্ষার্থীরা ভিন্ন কিছু চিন্তা করতে পারে। মৌলিক জ্ঞানে দক্ষ হতে পারে।’ ই-ইস্কুল শিক্ষা সবার জন্য এবং তা হতে হবে আনন্দদায়ক’ এই স্লোগানকে সামনে রেখে ই-ইস্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়টি নিয়ে কাজ করছে। এই ওয়েবসাইটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল এবং একই সঙ্গে ব্যবহারিকসমূহ সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া হয়। বাংলাদেশের বাইরে শিক্ষাবিষয়ক ইউটিউব চ্যানেলের মধ্যে টেড-এডের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন এ্যানিমেডেট ভিডিও বানিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা মেটায় তারা। এ্যাসাপসায়েন্স, বিজ্ঞানবিষয়ক জটিল পড়াশোনার সমাধান দেয় এই এ্যাসাপসায়েন্স। এখানে মিশেল মোফি আর গ্রেগরি ব্রাউন মিলে দারুণ মজাদার সব ব্যাখ্যা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেন বিজ্ঞানবিষয়ক যে কোন সমস্যা। ইংরেজী ভাষার আরও কয়েকটি চ্যানেলের মধ্যে অন্যতম ক্র্যাশকোর্স, মিনিটফিজিকস। e-mail : [email protected]
×