ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইপিএলে বৈঠক আজ সিদ্ধান্তে পৌঁছাতে

প্রকাশিত: ১২:৩৫, ১৭ এপ্রিল ২০২০

ইপিএলে বৈঠক আজ সিদ্ধান্তে পৌঁছাতে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব খেলার ইভেন্ট এখন স্থগিত। আবার কবে খেলা শুরু হবে তা নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে এরই মাঝে সুখবরের ইঙ্গিত দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই পুনরায় ইংলিশ প্রিমিয়ার লীগ চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের কর্তৃপক্ষ আগামী ৩০ জুনের মধ্যেই খেলা চালুর পরিকল্পনা করছে। সে বিষয়ে আজ বৈঠকে বসবে তারা। বিশ্লেষকদের ধারণা এ বৈঠক থেকেই আসতে পারে পুনরায় লীগ চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগের এক বৈঠকে ইপিএল এর কর্তৃপক্ষ ঠিক করেছিল, পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মৌসুমের বাকি ম্যাচগুলোর আয়োজন করার। এই মুহূর্তে প্রায় প্রতিটি দলেরই আট থেকে নয়টি করে ম্যাচ বাকি। আর এই সব ম্যাচগুলো দ্রুত শেষ করতে ওয়েম্বলি স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজনের কথা ভেবেছেন লীগ কর্তৃপক্ষ। প্রয়োজনে একদিনে চারটি ম্যাচ খেলা হতে পারে। যদিও প্রতিটি ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে। তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দিতে রাজি নয় কর্তারা। কারণ এই মুহূর্তে করোনাভাইরাসে ইংল্যান্ডের পরিস্থিতি খারাপ। তাই পরিস্থিতির দিকে নজর রেখে আপাতত কোন নির্দিষ্ট তারিখ রাখছে না কর্তারা। জুন কিংবা জুলাই মাসে পরিস্থিতি বুঝে লীগ শেষ করতে ছাইছে কর্তৃপক্ষ। সেই বৈঠক থেকে জানায় যায়, আগামী জুন মাসের ৬ তারিখ আবার প্রিমিয়ার লীগ শুরুর পরিকল্পনা করছে ইংলিশ ফুটবল লীগ। ইএসপিএনের মার্ক ওগডেন জানিয়েছিলেন এই খবর। তবে বৃহস্পতিবার বিবিসি জানায়, ৩০ জুনের মধ্যেই তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায়। সেজন্যই আজ বৈঠকে বসবে তারা।
×