ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই ভাই টম ও স্যামের স্বপ্ন

প্রকাশিত: ১২:৩৫, ১৭ এপ্রিল ২০২০

দুই ভাই টম ও স্যামের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের জার্সিতে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটি নিয়মিত হয়ে গেছেন। তিন ফরমেটের ক্রিকেটেই একাধিকবার ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে দেখা গেছে টম কুরান ও স্যাম কুরানকে। এ দুই সহোদর ভাই এমনকি একসঙ্গে ৩ ওয়ানডে ও ৪ টি২০ ম্যাচও খেলেছেন। কিন্তু একসঙ্গে খেলা হয়নি কোন টেস্ট। আপাতত বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বব্যাপীই ক্রিকেট রয়েছে বন্ধ। এই সময় দুই ভাই তাদের স্বপ্নের কথা ব্যক্ত করলেন। যখন আবার ক্রিকেট মাঠে গড়াবে, সে সময় দু’ভাই একসঙ্গে ইংল্যান্ডের জার্সিতে টেস্ট খেলতে চান। ২০১৭ সালে বড় ভাই, ২৫ বছর বয়সী টম কুরানের টি২০, ওয়ানডে ও টেস্ট অভিষেক হয়। এরপর থেকে তিন ফরমেটেই খেলে যাচ্ছেন এ ডানহাতি পেসার। এখন পর্যন্ত ২ টেস্ট, ২০ ওয়ানডে ও ১৮ টি২০ খেলেছেন তিনি ইংল্যান্ডের হয়। আর ছোট ভাই ২১ বছর বয়সী স্যাম কুরান পেস বোলিং অলরাউন্ডার। ২০১৮ সালে প্রথমে টেস্ট, পরে ওয়ানডে ও ২০১৯ সালে টি২০ অভিষেক হয় তার। এরপর তিনি খেলে ফেলেছেন ১৭ টেস্ট, ৪ ওয়ানডে ও ৫ টি২০। সারে কাউন্টির হয়ে অনেক সময় ধরেই দুই সহোদর খেলে যাচ্ছেন। তবে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে একইসঙ্গে খেলা হয়নি কোন টেস্ট। দুই জন একসঙ্গে মাত্র ৩ ওয়ানডে ও ৪ টি২০ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে।
×