ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল এই টুর্নামেন্টের মহিলা এককে ৮ জনের নাম চূড়ান্ত, সর্বশেষ এই তালিকায় যোগ দিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, মেডিসন কেইস

মাদ্রিদ ওপেনে খেলবেন একঝাঁক তারকা

প্রকাশিত: ১২:৩৪, ১৭ এপ্রিল ২০২০

মাদ্রিদ ওপেনে খেলবেন একঝাঁক তারকা

জিএম মোস্তফা ॥ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলাই বন্ধ। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ফর্মুলা ওয়ানের মতো ভয়ঙ্কর এই করোনাভাইরাসের ছোবলে বন্ধ টেনিস খেলাও। যে কারণে বাতিল করা হয়েছে চলতি মৌসুমের মাদ্রিদ ওপেনও। তবে দুধের স্বাদ এবার ঘোলে মেটাতে যাচ্ছেন কর্তৃপক্ষ। টুর্নামেন্টের ভার্চুয়াল সংস্করণ আয়োজন করতে যাচ্ছেন আয়োজকরা। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে লক্ষাধিক মানুষ। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বেই এখন চলছে লকডাউন। যে কারণে সবাই ঘরবন্দী। ঘরে থাকাটাই এই সময়ের নিরাপদ অস্ত্র। বাইরে বের হওয়া মানা। করোনার কারণে ১৩ জুলাই পযন্ত স্থগিত সব ধরনের টেনিস খেলা। সেজন্যই ভার্চুয়ালি মাদ্রিদ ওপেনের আয়োজন করছেন কর্তৃপক্ষ। যাতে করে ঘরে বসেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন খেলোয়াড়রা। খেলা না থাকায় স্বল্প আয়ের টেনিস খেলোয়াড়রা বেশ বিপদেই আছেন। অনেকের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। মূলত সেজন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাদ্রিদ ওপেন। কোর্টে না হয়ে এই টুর্নামেন্ট হবে অনলাইনে। এটিপি ট্যুরের বিখ্যাত এ টুর্নামেন্টে ছেলেদের এককে ১৬ এবং মেয়েদের এককেও সমান ১৬ খেলোয়াড় অংশ নেবেন। এই টুর্নামেন্টের মহিলা এককে খেলার ঘোষণা দেয়া সর্বশেষ দুই তারকা হলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং মেডিসন কেইস। টুর্নামেন্টের সপ্তম এবং অষ্টম খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করলেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং আমেরিকান তারকা মেডিসন কেইস। দুইবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন আজারেঙ্কা। ২০১১ এবং ২০১২ সালে টানা দুইবার মাদ্রিদ ওপেনের ফাইনাল খেলে দুইবার শিরোপা হাতছাড়ার স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কোর্ট ছাড়েন তিনি। অন্যদিকে, ২০১৩ সাল থেকে প্রতিবছরই এই আসরের মূল ড্রয়ে থাকছেন মেডিসন কেইস। এই টুর্নামেন্টে খেলতে পেরে আজারেঙ্কা উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভার্চুয়াল জগতে মাদ্রিদ ওপেন খেলার আগে আমি রোমাঞ্চিত। ভার্চুয়ালি খেলোয়াড়দের সঙ্গে খেলাটা দারুণ একটা ব্যাপার। এটা প্রতিযোগীদের জন্য দারুণ একটা সুযোগ। আশা করি আমাদের এই খেলা দেখে প্রত্যেকেই উপভোগ করবেন।’ এর আগে মাদ্রিদে ওপেনে খেলার ঘোষণা দিয়েছেন কানাডার ইউজেনি বাউচার্ড এবং ক্রিস্টিনা মাদেনোভিচও। এছাড়া আরও আগেই মাদ্রিদের এই টুর্নামেন্টে খেলার ঘোষণা দিয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো, কিকি বার্টেন্স এবং ফিওনা ফেরো। এদিকে পুরুষ এককে খেলার ঘোষণা দিয়েছেন এ্যান্ডি মারে। ব্রিটিশ তারকা ছাড়াও নামী-দামী আরও তারকাই এ টুর্নামেন্টে খেলবেন বলে আশা করছেন আয়োজকরা। লকডাউনের সময়টাতে অন্যদের মতো মারের সময়টাও কাটছে ঘরে বন্দী থেকে। যে কারণেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন এই ব্রিটিশ টেনিস সুপারস্টার। নিজের নামও ইতোমধ্যে লিখে ফেলেছেন এই অনলাইন টুর্নামেন্টে। র‌্যাকেট ছেড়ে তিনবারের এ গ্র্যান্ডস্লামজয়ী হাতে তুলে নেবেন কন্ট্রোলার। এ টুর্নামেন্টের প্রাইজমানি বিতরণ করা হবে স্বল্প আয়ের খেলোয়ারদের মধ্যে। টুর্নামেন্টটি ২৭-৩০ এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর মাঝে চার দিনের এমন আরামদায়ক ও নিরাপদ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে ভক্ত-অনুরাগীদের আলাদাভাবে আকর্ষণ করবে বলেই আয়োজকদের ধারণা। আসরটা মূলত তহবিল গড়ার উদ্দেশ্যে করা হচ্ছে। প্রাইজমানির এক লাখ ৫০ হাজার ইউরোর পুরোটাই ব্যয় করা হবে মহৎ কাজে। যার একটা অংশ আর্থিকভাবে কষ্টে থাকা খেলোয়াড়দের দান করতে পারবেন বিজয়ীরা। টেনিস ওয়ার্ল্ড ট্যুর ভিডিও গেমের মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেবেন এ আসরে। অবশ্য এ গেমে নেই ৩২ বছরের মারের কোন খেলোয়াড় চরিত্র। তবে তিনি খেলতে পারবেন স্বদেশী তারকা কাইল এডমুন্ডের চরিত্রে। কিংবা নিজের যুগ থেকে বেরিয়ে এসে আন্দ্রে আগাসি বা জন ম্যাকেনরোর চরিত্রে।
×