ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

প্রকাশিত: ১১:৪৮, ১৭ এপ্রিল ২০২০

হজযাত্রী নিবন্ধনের  সময় বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা শেষবারের মতো বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিতরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। খবর বাংলানিউজের। সরকারী ব্যবস্থাপনায় ১ মার্চ ও বেসরকারী ব্যবস্থাপনায় ২ মার্চ থেকে নিবন্ধন শুরু হয়েছিল। এর আগে ৮ এপ্রিল এবং পরে ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালে হজ পালনে ইচ্ছুক, নিবন্ধনের জন্য পাসপোর্ট জমা দেয়া অনেকে সরকারী ছুটির কারণে ব্যাংক থেকে নিবন্ধন ভাউচার গ্রহণ করতে পারেননি।
×