ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে তাজউদ্দীন মেডিক্যালে হবে করোনা চিকিৎসা

প্রকাশিত: ১১:৪৪, ১৭ এপ্রিল ২০২০

গাজীপুরে তাজউদ্দীন মেডিক্যালে হবে করোনা চিকিৎসা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সম্মতিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। হাসপাতালের পরিচালক মোঃ খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। এখন আমরা প্রস্তুতি নেব। শুক্রবার থেকেই এ প্রস্তুতির কাজ শুরু হবে। এতে ৪/৫দিন সময় লাগবে। ৫শ’ বেডের এ হাসপাতালে বর্তমানে ৫৬ জন সাধারণ রোগী ভর্তি আছে। প্রয়োজনে তাদের অন্য হাসপাতালে শিফট করা হবে, ভর্তির প্রয়োজন না হলে ছুটি দেয়া হবে। এখন এখানে শুধু করোনা সংক্রমণের রোগী ভর্তি হবে। কোভিড-১৯ রোগী ছাড়া এ হাসপাতালে সাধারণ রোগীর জন্য কোন ইমার্জেন্সি তথা আউটডোর থাকবে না। সাধারণ রোগীরা প্রয়োজনে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ কিংবা উপজেলা হাসপাতালগুলো চিকিৎসা নেবে। এ হাসপাতালে ১০ বেডের আইসিইউ এবং চারটি ভেন্টিলেটর রয়েছে। ৮ ডাক্তার ও ১৯ স্বাস্থ্য কর্মী ॥ এদিকে গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৭ চিকিৎসক ও ৬ স্বাস্থ্য কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার আরও এক চিকিৎসক ও ১৩ স্বাস্থ্যকর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ওই ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই সময়ে জেলার কালীগঞ্জ উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩১ জনের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২৩ জন, সদর উপজেলায় ৬ জন রয়েছেন। এছাড়াও একইদিন জেলার তেঁতুইবাড়ির শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ২ জন চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
×